শান্তিনিকেতন, 3 অক্টোবর : পৌষমেলার মাঠে কি ধরনের প্রাচীর হবে? তা নিয়ে জল্পনা ছিল । আর সেই জল্পনা কাটাতেই মডেল প্রাচীর তৈরি করা হল । ইতিমধ্যেই বিশ্বভারতীর তরফে এই মডেল প্রাচীরের ছবি হাইকোর্টের তদন্ত কমিটিকে পাঠানো হয়েছে । আড়াই ফুটের প্রাচীর, তার ওপর লোহার ব্যারিকেড দেওয়া হচ্ছে ।
গত 17 আগস্ট পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বাঁধে । রীতিমতো তাণ্ডব চলে গোটা বিশ্বভারতী জুড়ে । নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল স্থানীয় তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের । এমনকী, শান্তিনিকেতন থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি বলেও অভিযোগ করেছিল বিশ্বভারতী । বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষার্থে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় দুই বিচারপতিকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি । তদন্ত কমিটির নির্দেশে শুরু হয় পৌষমেলার মাঠ ঘেরার কাজ । স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । কিন্তু, স্থগিতাদেশ দিল না হাইকোর্ট ।
তদন্ত কমিটির নির্দেশে একদিকে যখন জোরকদমে পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়ার কাজ চলছে । অন্যদিকে, দিনভর আন্দোলন চালিয়ে যাচ্ছে পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি । কিন্তু, কেমন হবে এই প্রাচীর তা নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছিল । পৌষমেলার মাঠের একদিকে রাস্তার উপর একটি মডেল প্রাচীর নির্মাণ করা হয়েছে । সেই মডেল প্রাচীর অনুযায়ী পৌষমেলার মাঠে আড়াই ফুটের একটি প্রাচীর, তার উপর লোহার ব্যারিকেড বসানো হচ্ছে । শোনা যাচ্ছিল সাড়ে চার ফুটের প্রাচীর, তার উপরে ফেন্সিং হবে । কিন্তু, তা হচ্ছে না । ইতিমধ্যে এই মডেল প্রাচীরের ছবি কলকাতা হাইকোর্টের গঠিত তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে । বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে এসে দেখেন মডেল প্রাচীরটি ।