শান্তিনিকেতন , 11 জুলাই : চোর সন্দেহে এক টোটোচালকে মারধর করল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা ৷ জখম ব্যক্তি নাম বিল্লাল মিঞা (25) ৷ তিনি বোলপুরের বাসিন্দা ৷
আরও পড়ুন : ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে জখম হলেন ব্যক্তি
আজ ভোর রাত তিনটে নাগাদ বিল্লালকে বিশ্বভারতীর বাইরের চত্বরে ঘোরাঘুরি করতে দেখেন নিরাপত্তারক্ষীরা ৷ এরপরই তাঁকে চোর সন্দেহ করে হাত,পা বেঁধে বেধড়ক মারধর করেন তারা ৷ প্রায় দু'ঘণ্টা ধরে চলে মারধর ৷ এই ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও ক্যামেরা কেড়ে নেয় নিরাপত্তারক্ষীরা ৷ এমনকি জোড় করে মোবাইল থেকে মারধরের ছবিও ডিলিট করে দেয় তারা ৷ এরপর পুলিশ এসে উদ্ধার করে ওই টোটোচালকে৷