বোলপুর, 11 ডিসেম্বর: তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় 905 লিটার বেআইনি বেআইনি ওষুধ উদ্ধার করল আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো । বীরভূমের বোলপুরের মকরমপুরের ঘটনা ৷ অভিযুক্ত নেতার নাম পুষ্পেন্দু রায় ৷ তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে ৷
বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজার বাড়িতে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায় আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো । সোমবার যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করা অ্যারোমেটিক কার্ডামম টিনচার । প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় দীর্ঘদিন ধরে ওষুধ কারবারের সঙ্গে যুক্ত ৷
80 শতাংশ অ্যালকোহল যুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত । বেআইনি ভাবে মজুত করা হয়েছে বলে জানান আবগারি দফতরের বীরভূম জেলার সুপার একলব্য চক্রবর্তী । তাঁর কথায়, বেআইনি ভাবে মজুত করে এই ওষুধ মূলত মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়৷ খবর পেয়ে এ দিন তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি অ্যালকোহল ৷ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাচার হত এই ওষুধ । এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত করা হবে ৷
তিনি বলেন, "এই ওষুধ মূলত নেশার দ্রব্য হিসাবে ব্যবহার হয় । বেআইনিভাবে মজুতের খবর পেয়ে আমরা দু’টি দফতর তল্লাশি চালাই ৷ 905 লিটার বেআইনি ওষুধ উদ্ধার করেছি । একটা মামলাও করা হবে ৷ তারপর অভিযুক্তকে গ্রেফতার করব ৷" যদিও, তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় বলেন, "আমার কাছে কাগজপত্র আছে । ওঁরা নিয়ে গিয়েছেন খতিয়ে দেখুক । তদন্তে যা হবে দেখা যাবে ।"
আরও পড়ুন: