ETV Bharat / state

বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার 905 লিটার বেআইনি ওষুধ

Illegal Medicine Recovered: বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজা ৷ সোমবার তাঁর বাড়িতে যৌথ অভিযান চালায় আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো ৷ উদ্ধার হয় 905 লিটার বেআইনি ওষুধ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 4:28 PM IST

Updated : Dec 11, 2023, 5:24 PM IST

Illegal Medicine Recovered
Illegal Medicine Recovered
বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার 905 লিটার বেআইনি ওষুধ

বোলপুর, 11 ডিসেম্বর: তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় 905 লিটার বেআইনি বেআইনি ওষুধ উদ্ধার করল আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো । বীরভূমের বোলপুরের মকরমপুরের ঘটনা ৷ অভিযুক্ত নেতার নাম পুষ্পেন্দু রায় ৷ তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে ৷

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজার বাড়িতে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায় আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো । সোমবার যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করা অ্যারোমেটিক কার্ডামম টিনচার । প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় দীর্ঘদিন ধরে ওষুধ কারবারের সঙ্গে যুক্ত ৷

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

80 শতাংশ অ্যালকোহল যুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত । বেআইনি ভাবে মজুত করা হয়েছে বলে জানান আবগারি দফতরের বীরভূম জেলার সুপার একলব্য চক্রবর্তী । তাঁর কথায়, বেআইনি ভাবে মজুত করে এই ওষুধ মূলত মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়৷ খবর পেয়ে এ দিন তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি অ্যালকোহল ৷ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাচার হত এই ওষুধ । এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত করা হবে ৷

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

তিনি বলেন, "এই ওষুধ মূলত নেশার দ্রব্য হিসাবে ব্যবহার হয় । বেআইনিভাবে মজুতের খবর পেয়ে আমরা দু’টি দফতর তল্লাশি চালাই ৷ 905 লিটার বেআইনি ওষুধ উদ্ধার করেছি । একটা মামলাও করা হবে ৷ তারপর অভিযুক্তকে গ্রেফতার করব ৷" যদিও, তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় বলেন, "আমার কাছে কাগজপত্র আছে । ওঁরা নিয়ে গিয়েছেন খতিয়ে দেখুক । তদন্তে যা হবে দেখা যাবে ।"

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

আরও পড়ুন:

  1. ইডি-সিবিআইয়ের পর এবার এনআইএ-র আতসকাঁচে অনুব্রত, বিস্ফোরক মামলায় জেরা সায়গলকে
  2. দামোদরের চরে পোস্ত চাষের রমরমা, কড়া পদক্ষেপ আবগারি দফতরের
  3. আলিপুরদুয়ারে 1 কোটি 70 লাখ টাকার গাঁজা বাজেয়াপ্ত

বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার 905 লিটার বেআইনি ওষুধ

বোলপুর, 11 ডিসেম্বর: তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় 905 লিটার বেআইনি বেআইনি ওষুধ উদ্ধার করল আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো । বীরভূমের বোলপুরের মকরমপুরের ঘটনা ৷ অভিযুক্ত নেতার নাম পুষ্পেন্দু রায় ৷ তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে ৷

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজার বাড়িতে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায় আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো । সোমবার যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করা অ্যারোমেটিক কার্ডামম টিনচার । প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় দীর্ঘদিন ধরে ওষুধ কারবারের সঙ্গে যুক্ত ৷

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

80 শতাংশ অ্যালকোহল যুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত । বেআইনি ভাবে মজুত করা হয়েছে বলে জানান আবগারি দফতরের বীরভূম জেলার সুপার একলব্য চক্রবর্তী । তাঁর কথায়, বেআইনি ভাবে মজুত করে এই ওষুধ মূলত মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়৷ খবর পেয়ে এ দিন তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি অ্যালকোহল ৷ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাচার হত এই ওষুধ । এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত করা হবে ৷

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

তিনি বলেন, "এই ওষুধ মূলত নেশার দ্রব্য হিসাবে ব্যবহার হয় । বেআইনিভাবে মজুতের খবর পেয়ে আমরা দু’টি দফতর তল্লাশি চালাই ৷ 905 লিটার বেআইনি ওষুধ উদ্ধার করেছি । একটা মামলাও করা হবে ৷ তারপর অভিযুক্তকে গ্রেফতার করব ৷" যদিও, তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় বলেন, "আমার কাছে কাগজপত্র আছে । ওঁরা নিয়ে গিয়েছেন খতিয়ে দেখুক । তদন্তে যা হবে দেখা যাবে ।"

Illegal Medicine Recovered
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বেআইনি ওষুধ

আরও পড়ুন:

  1. ইডি-সিবিআইয়ের পর এবার এনআইএ-র আতসকাঁচে অনুব্রত, বিস্ফোরক মামলায় জেরা সায়গলকে
  2. দামোদরের চরে পোস্ত চাষের রমরমা, কড়া পদক্ষেপ আবগারি দফতরের
  3. আলিপুরদুয়ারে 1 কোটি 70 লাখ টাকার গাঁজা বাজেয়াপ্ত
Last Updated : Dec 11, 2023, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.