ETV Bharat / state

নলহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান-সহ ৯ জন কোরোনায় আক্রান্ত - Birbhum

নলহাটি পৌরসভার উপ-প্রধান সহ 9 জন অস্থায়ী কর্মীর শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ আপাতত বন্ধ রাখা হয়েছে নলহাটি পৌরসভা ৷

nalhati purosova
নলহাটি পৌরসভা
author img

By

Published : Jul 31, 2020, 6:17 PM IST

নলহাটি, 31 জুলাই : কোরোনা আক্রান্ত বীরভূমের নলহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান তহিদ শেখ-সহ 9 জন অস্থায়ী কর্মী ৷ আতঙ্ক ছড়িয়েছে পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পৌরকর্মীদের মধ্যে ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগে পৌরসভার এক অস্থায়ী কর্মীর শরীর কোরোনা সংক্রমণের হদিস মেলে ৷ এরপরেই উপ পৌরপ্রধান সহ আরও 9 জন কর্মী কোরোনায় আক্রান্ত হন ৷ পর পর কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পরই আপাতত কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় নলহাটি পৌরসভা ৷ আক্রান্তদের চিকিৎসার জন্য রামপুরহাট কোভিড হাসপাতালে ভরতি করা হয় ৷ অপরদিকে, আক্রান্তদের বাড়ি সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে ৷ তাঁদের পরিবারের সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ এছাড়াও ওই এলাকাগুলোকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, বীরভূমে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 521 জন ৷ যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা 145 জন ৷ সুস্থ হয়েছেন 370 জন ৷ জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের ৷ অপরদিকে, বীরভূমে মোট 56টি কনটেনমেন্ট জোন রয়েছে ৷ যার মধ্যে রামপুরহাট মহকুমায় রয়েছে 31টি ৷ সিউড়িতে রয়েছে 18টি ৷ বোলপুরে রয়েছে 7টি ৷

নলহাটি, 31 জুলাই : কোরোনা আক্রান্ত বীরভূমের নলহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান তহিদ শেখ-সহ 9 জন অস্থায়ী কর্মী ৷ আতঙ্ক ছড়িয়েছে পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পৌরকর্মীদের মধ্যে ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগে পৌরসভার এক অস্থায়ী কর্মীর শরীর কোরোনা সংক্রমণের হদিস মেলে ৷ এরপরেই উপ পৌরপ্রধান সহ আরও 9 জন কর্মী কোরোনায় আক্রান্ত হন ৷ পর পর কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পরই আপাতত কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় নলহাটি পৌরসভা ৷ আক্রান্তদের চিকিৎসার জন্য রামপুরহাট কোভিড হাসপাতালে ভরতি করা হয় ৷ অপরদিকে, আক্রান্তদের বাড়ি সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে ৷ তাঁদের পরিবারের সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ এছাড়াও ওই এলাকাগুলোকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, বীরভূমে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 521 জন ৷ যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা 145 জন ৷ সুস্থ হয়েছেন 370 জন ৷ জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের ৷ অপরদিকে, বীরভূমে মোট 56টি কনটেনমেন্ট জোন রয়েছে ৷ যার মধ্যে রামপুরহাট মহকুমায় রয়েছে 31টি ৷ সিউড়িতে রয়েছে 18টি ৷ বোলপুরে রয়েছে 7টি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.