রামপুরহাট, 5 মে : রেশনে অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন জেলা BJP-র সদস্যরা । আজ রামপুরহাট এক নম্বর ব্লক অফিসের সামনে ধরনায় বসেন তাঁরা । এরপরই BJP-র জেলার সহ সভাপতি সহ মোট নয়জনকে আটক করে পুলিশ ।
লকডাউনে সমস্ত পরিবারকে সমান হারে সরকারি বরাদ্দ রেশন পৌঁছে দেওয়ার দাবি জানায় জেলা BJP। এছাড়াও অন্য দাবি নিয়ে আজ রামপুরহাটের এক নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন BJP-র নেতা কর্মীরা । এরপর রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে অবস্থান তুলে নেওয়ার অনুরোধ করে । বিক্ষোভকারীরা রাজি না হলে পুলিশ তাঁদের আটক করে রামপুরহাট থানায় নিয়ে আসে ।
তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বেড়েছে আরও দুই সপ্তাহ । সাধারণ মানুষের কথা ভেবে রেশন বিলির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ এনে শুরু হয় বিক্ষোভ । কোথাও চাল চুরির অভিযোগ, কোথাও নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ । আজ BJP-র সদস্যরা বিক্ষোভ দেখান । কিছুক্ষণ চলার পরই বীরভূম BJP-র সহ সভাপতি রতন সিনহা সহ মোট নয়জনকে আটক করে রামপুরহাট থানার পুলিশ ।