ETV Bharat / state

Bagtui Masasacre Case : বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার অনুমতি পেল সিবিআই - 9 accused in Jail Custody will be interrogated by CBI in Bagtui Massacre case

আনারুল হোসেন-সহ গ্রেফতার 21 জনের মধ্যে জেল হেফাজতে থাকা 10 জনকে জেরা করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই । সঙ্গে ছিলেন সিবিআইয়ের আইনজীবীও । সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই 9 জনকে জেরার অনুমতি পেল সিবিআই (9 accused in Jail Custody will be interrogated by CBI in Bagtui Massacre case) ৷

Bagtui Masasacre Case
বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার অনুমতি পেল সিবিআই
author img

By

Published : Apr 1, 2022, 7:19 PM IST

রামপুরহাট, 1 এপ্রিল : বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার অনুমতি পেল সিবিআই ৷ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিল রামপুরহাট মহকুমা আদালত ৷ বগটুই অগ্নিকাণ্ডে আনারুল হোসেন-সহ গ্রেফতার 21 জনের মধ্যে জেল হেফাজতে থাকা 10 জনকে জেরা করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই । সঙ্গে ছিলেন সিবিআইয়ের আইনজীবীও ।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই 9 জনকে জেরার অনুমতি পেল সিবিআই (9 accused in Jail Custody will be interrogated by CBI in Bagtui Massacre case) ৷ 21 মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরবর্তী যে হিংসা হয়েছিল তাতে 9 জনের প্রাণ যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ বগটুইয়ের ঘটনায় রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন-সহ 21 জনকে গ্রেফতার করে সিট । পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ যদিও 9 জনকে ঠিক কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়, সে ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : সিটের থেকে তদন্তভার নিল সিবিআই, বগটুইয়ে শুরু তদন্ত

অন্যদিকে ভাদু শেখ খুনের তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ ৷ খুনের পরদিনই রামপুরহাট থেকে গ্রেফতার করা হয় হানিফ শেখ নামে এক যুবককে। তাঁকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত। দশ দিন পর পুলিশি হেফাজতে থাকা হানিফ শেখকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত হানিফ শেখকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।

রামপুরহাট, 1 এপ্রিল : বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার অনুমতি পেল সিবিআই ৷ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিল রামপুরহাট মহকুমা আদালত ৷ বগটুই অগ্নিকাণ্ডে আনারুল হোসেন-সহ গ্রেফতার 21 জনের মধ্যে জেল হেফাজতে থাকা 10 জনকে জেরা করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই । সঙ্গে ছিলেন সিবিআইয়ের আইনজীবীও ।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই 9 জনকে জেরার অনুমতি পেল সিবিআই (9 accused in Jail Custody will be interrogated by CBI in Bagtui Massacre case) ৷ 21 মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরবর্তী যে হিংসা হয়েছিল তাতে 9 জনের প্রাণ যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ বগটুইয়ের ঘটনায় রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন-সহ 21 জনকে গ্রেফতার করে সিট । পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ যদিও 9 জনকে ঠিক কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়, সে ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : সিটের থেকে তদন্তভার নিল সিবিআই, বগটুইয়ে শুরু তদন্ত

অন্যদিকে ভাদু শেখ খুনের তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ ৷ খুনের পরদিনই রামপুরহাট থেকে গ্রেফতার করা হয় হানিফ শেখ নামে এক যুবককে। তাঁকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত। দশ দিন পর পুলিশি হেফাজতে থাকা হানিফ শেখকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত হানিফ শেখকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.