পাড়ুই, 28 মার্চ : মধ্যযুগীয় বর্বরতার নজির বীরভূমে ৷ ডাইনি অপবাদ দিয়ে অন্তঃসত্ত্বা মহিলা-সহ একই পরিবারের 8 জনকে সামাজিক বয়কট করে গ্রামছাড়া করল স্থানীয়রা (Family forced to leave village on Suspicion of Witchcraft)। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুই থানার রহমতপুর গ্রামে। খবর পেয়ে এই কুসংস্কার কাটাতে গ্রামবাসীদের নিয়ে গ্রামসভা করেন বোলপুরের বিডিও এবং পুলিশ। গ্রামছাড়া পরিবারকে পাড়ুই থানায় আশ্রয় দেওয়া হয়েছে ৷
কয়েকদিন ধরে গ্রামে নাকি অপ্রীতিকর ঘটনা ঘটছে ৷ এর জন্য সালিশি সভার মধ্য দিয়ে একটি পরিবারকে দায়ী করা হয়। গ্রামের মোড়লের নিদানে ডাইনি সন্দেহে 8 সদস্যের একটি পরিবারকে গ্রামছাড়া করা হয়। তাদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন মহিলা এবং 2 জন শিশুও রয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা আবার অন্তঃসত্ত্বা । এই অবস্থায় সামাজিক বয়কটের হুঁশিয়ারি দিয়ে গ্রামছাড়া করা হয় পরিবারকে ৷ খবর পেয়েই কুসংস্কার কাটাতে গ্রামে পৌঁছন বোলপুরের বিডিও শেখর সাঁই, পঞ্চায়েত সমিতির সভাপতি, পাড়ুই থানার ওসি-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ৷ গ্রামবাসীদের সচেতন করতে মোড়ল-সহ সকলকে নিয়ে গ্রামসভা করা হয় ৷
আরও পড়ুন: বগটুই কাণ্ডে সাক্ষী মিহিরলালকে নিজেদের হেফাজতে নিল সিবিআই
ওই পরিবারকে পাড়ুই থানায় নিয়ে যাওয়া হয় ৷ গ্রামছাড়া পরিবারটির এক মহিলা সদস্য বলেন, "আমাদের বাড়িতে মানুষের মাথার খুলি আছে বলছে গ্রামের সবাই ৷ তাই নাকি গ্রামের ক্ষতি হচ্ছে ৷ এই বলে যখন তখন এসে মারধর করছে, হুমকি দিচ্ছে । আমাদের ঘরছাড়া করে দেওয়া হয়েছে । ভয়ে ভয়ে আছি আমরা ।" বোলপুরের বিডিও শেখর সাঁই বলেন, "কুসংস্কারে আচ্ছন্নতার একটি ঘটনা ৷ আমরা চেষ্টা করছি সেটা কাটাতে ৷ ধর্মের জায়গায় আঘাত না করে কীভাবে মধ্যস্থতা করা যায় পরিবারটিকে ঘরে ফেরানো যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে।"