শান্তিনিকেতন, 28 সেপ্টেম্বর : চার জন বাংলাদেশিসহ গ্রেপ্তার ছয় দুষ্কৃতীকে 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত । বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং বলেন, প্রভাবশালী তৃণমূল নেতাদের হত্যার ষড়যন্ত্রে তারা জড়ো হয়েছিল শান্তিনিকেতন থানার তালতোড় এলাকায় । ধৃতদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ ।
ধৃতদের মধ্যে সৈয়দ আনোয়ার আলি থাকে বোলপুরের খোস কদমপুরে ও কাজল শেখ মুলুক এলাকায় । এই দু'জনের আসল বাড়ি নানুরের পাপুড়ি গ্রামে । এছাড়া রয়েছে রফিক ফকির ওরফে বাবু সরকার, বিলাল হোসেন, দিলবর মিঞা, মহম্মদ মুরাদ মুরষদ। এদের বাড়ি বাংলাদেশে । ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দু'টি ওয়ান শটারসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ কেজি 600 গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
শান্তিনিকেতন থানার তালতোড়ে দিলীপ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে থাকত ওই দুষ্কৃতী দল । খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে ওই ছয় দুষ্কৃতীকে । কড়া পুলিশি নিরাপত্তায় আজ দুষ্কৃতীদের শান্তিনিকেতন থানা থেকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। শান্তিনিকেতন থানা ও আদালত চত্বর মুড়ে ফেলা হয় পুলিশ দিয়ে ।
স্পেশাল টাস্কফোর্স এই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে । ধৃতদের চারজন বাংলাদেশের বাসিন্দা হাওয়ায় চিন্তায় রয়েছে গোয়েন্দা বিভাগ । পুলিশ সূত্রে জানা গেছে, বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা