রামপুরহাট, 30 জুলাই: বীরভূমে দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। গতকাল রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী বীরভূমে আক্রান্তের সংখ্যা 521জন। আর আক্রান্ত সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও । শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী বীরভূমের কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 56 টি। যার মধ্যে রামপুরহাট মহকুমা এলাকায় রয়েছে 31টি।
গতকাল রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে গত 24 ঘন্টায় বীরভূম জেলায় নতুন করে 33 জন আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। এখনও পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা 370 জন। বীরভূমে কোরোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট 6 জন। জেলায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 145 জন। বীরভূম জেলায় কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনের। সেই কারণে 31 জুলাই পর্যন্ত দুপুর 12 টা থেকে রাত্রি 10 টা পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে চলছে সপ্তাহে দুদিন পূর্ণ লকডাউন।
শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী বীরভূমে যে 56 টি কনটেনমেন্ট জ়োন হয়েছে তার মধ্যে সবথেকে বেশি কনটেনমেন্ট জ়োন রামপুরহাট মহকুমা এলাকায়। এখানে মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 31 টি। রামপুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের যেখানে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই এলাকায় ব্যাপক পরিমাণে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সিল করে দেওয়া হয়েছে রামপুরহাট হাটতলা বাজার। সিউড়ি সদর এলাকায় রয়েছে 18 টি। বোলপুর মহকুমা এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 7 টি।
রামপুরহাট মহকুমায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 31টি, জেলায় মোট 56 টি - Containment zone
রামপুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের যেখানে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই এলাকায় ব্যাপক পরিমাণে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সিল করে দেওয়া হয়েছে রামপুরহাট হাটতলা বাজার। এখনও পর্যন্ত বীরভূমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 56। যার মধ্যে রামপুরহাট মহকুমা এলাকায় রয়েছে 31।
রামপুরহাট, 30 জুলাই: বীরভূমে দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। গতকাল রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী বীরভূমে আক্রান্তের সংখ্যা 521জন। আর আক্রান্ত সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও । শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী বীরভূমের কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 56 টি। যার মধ্যে রামপুরহাট মহকুমা এলাকায় রয়েছে 31টি।
গতকাল রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে গত 24 ঘন্টায় বীরভূম জেলায় নতুন করে 33 জন আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। এখনও পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা 370 জন। বীরভূমে কোরোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট 6 জন। জেলায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 145 জন। বীরভূম জেলায় কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনের। সেই কারণে 31 জুলাই পর্যন্ত দুপুর 12 টা থেকে রাত্রি 10 টা পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে চলছে সপ্তাহে দুদিন পূর্ণ লকডাউন।
শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী বীরভূমে যে 56 টি কনটেনমেন্ট জ়োন হয়েছে তার মধ্যে সবথেকে বেশি কনটেনমেন্ট জ়োন রামপুরহাট মহকুমা এলাকায়। এখানে মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 31 টি। রামপুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের যেখানে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই এলাকায় ব্যাপক পরিমাণে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সিল করে দেওয়া হয়েছে রামপুরহাট হাটতলা বাজার। সিউড়ি সদর এলাকায় রয়েছে 18 টি। বোলপুর মহকুমা এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 7 টি।