ETV Bharat / state

সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে 550 কর্মী

দু’দিন ধরে বোলপুরে তৃণমূলের এই কর্মীসভা চলছে ৷ সেখানেই এই দুই দিনে সাড়ে পাঁচশো কর্মী তৃণমূলে যোগ দেন ৷

arround_550_bjp_and_cpim_worker_join_to_tmc
সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ সাড়ে 500 জনের, পতাকা তুলে দিলেন অনুব্রত
author img

By

Published : Dec 6, 2020, 7:48 PM IST

বীরভূম, 6 ডিসেম্বর : বীরভূমের প্রায় সাড়ে পাঁচশো বিজেপি ও সিপিআইএম কর্মী তৃণমূলে যোগদান করলেন ৷ তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ ছিলেন রাজ্য়ের চন্দ্রনাথ সিংহ ৷

আরও পড়ুন : অনুগামীদের নিয়ে এআইএমআইএমে যোগদান তৃণমূল যুবর নেতার

গত দু’দিন ধরে বোলপুরে তৃণমূলের কর্মীসভা চলছে ৷ সেখানেই এই দু'দিনে সাড়ে পাঁচশো কর্মী তৃণমূলে যোগ দেন ৷ যাঁরা আজ তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বাড়ি রূপপুর গ্রাম পঞ্চায়েত ও আলবাধা সর্পলেহনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

যোগদানকারীদের মধ্যে অধিকাংশই মহিলা ৷ বীরভূমের তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বাড়াতেই এই যোগদান পর্বের আয়োজন করা হয়েছে ৷

বীরভূম, 6 ডিসেম্বর : বীরভূমের প্রায় সাড়ে পাঁচশো বিজেপি ও সিপিআইএম কর্মী তৃণমূলে যোগদান করলেন ৷ তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ ছিলেন রাজ্য়ের চন্দ্রনাথ সিংহ ৷

আরও পড়ুন : অনুগামীদের নিয়ে এআইএমআইএমে যোগদান তৃণমূল যুবর নেতার

গত দু’দিন ধরে বোলপুরে তৃণমূলের কর্মীসভা চলছে ৷ সেখানেই এই দু'দিনে সাড়ে পাঁচশো কর্মী তৃণমূলে যোগ দেন ৷ যাঁরা আজ তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বাড়ি রূপপুর গ্রাম পঞ্চায়েত ও আলবাধা সর্পলেহনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

যোগদানকারীদের মধ্যে অধিকাংশই মহিলা ৷ বীরভূমের তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বাড়াতেই এই যোগদান পর্বের আয়োজন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.