ETV Bharat / state

শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরলেন বীরভূম ও মুর্শিদাবাদের 400 শ্রমিক

স্টেশনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় 400জনের । তাঁদের স্যানিটাইজ়ার দেওয়া হয় । প্রত্যেককে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা করা হয় ।

migrant labourers
migrant labourers
author img

By

Published : May 20, 2020, 8:21 AM IST

রামপুরহাট, 20 মে : বীরভূম ও মুর্শিদাবাদের প্রায় 400 জন শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরলেন । গতকাল রাত সাড়ে দশটা নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছায় শ্রমিক স্পেশাল ট্রেন । উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ।প্রশাসনের উদ্যোগে ওই 400 জনকে বাসে করে মুর্শিদাবাদ ও বীরভূমের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয় ।


প্রশাসন সূত্রে খবর, স্টেশনে 400 জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের স্যানিটাইজ়ার দেওয়া হয় । প্রত্যেককে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা করা হয় । 10টি বাসে বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তাঁদের পাঠানো হয় । তাঁদের বাড়ির এলাকার কোয়ারানটিন সেন্টারে নিয়ে যাওয়া হয় ।

migrant labourers
লাইন করে স্বাস্থ্যপরীক্ষা করা হয়
সিউড়ি মহকুমার চন্দ্রপুরের বাসিন্দা অতনু রায় বলেন, “আমি 18 মে দু'টোর সময় পঞ্জাবের লুধিয়ানা থেকে শ্রমিক এক্সপ্রেসে উঠেছি । লুধিয়ানায় একটি কম্পানিতে কাজ করতাম । লকডাউনে কম্পানি বন্ধ হয়ে যায় । বাড়ি ফিরতে পারছিলাম না । বীরভূমে এসে শান্তি ফিরে পেলাম ।”

রামপুরহাট মহকুমার মল্লারপুরের বাসিন্দা রবিউল শেখ বলেন, “আসতে কোনও অসুবিধা হয়নি । সামনে ইদ । বাড়ি পৌঁছাতে পারলে খুব খুশি হব । তবে 15 দিন কোয়ারানটিনে থাকার পরই বাড়ির লোকের সঙ্গে দেখা করব । তাতে প্রত্যেকেই সুস্থ থাকবেন ।”

রামপুরহাট, 20 মে : বীরভূম ও মুর্শিদাবাদের প্রায় 400 জন শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরলেন । গতকাল রাত সাড়ে দশটা নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছায় শ্রমিক স্পেশাল ট্রেন । উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ।প্রশাসনের উদ্যোগে ওই 400 জনকে বাসে করে মুর্শিদাবাদ ও বীরভূমের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয় ।


প্রশাসন সূত্রে খবর, স্টেশনে 400 জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের স্যানিটাইজ়ার দেওয়া হয় । প্রত্যেককে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা করা হয় । 10টি বাসে বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তাঁদের পাঠানো হয় । তাঁদের বাড়ির এলাকার কোয়ারানটিন সেন্টারে নিয়ে যাওয়া হয় ।

migrant labourers
লাইন করে স্বাস্থ্যপরীক্ষা করা হয়
সিউড়ি মহকুমার চন্দ্রপুরের বাসিন্দা অতনু রায় বলেন, “আমি 18 মে দু'টোর সময় পঞ্জাবের লুধিয়ানা থেকে শ্রমিক এক্সপ্রেসে উঠেছি । লুধিয়ানায় একটি কম্পানিতে কাজ করতাম । লকডাউনে কম্পানি বন্ধ হয়ে যায় । বাড়ি ফিরতে পারছিলাম না । বীরভূমে এসে শান্তি ফিরে পেলাম ।”

রামপুরহাট মহকুমার মল্লারপুরের বাসিন্দা রবিউল শেখ বলেন, “আসতে কোনও অসুবিধা হয়নি । সামনে ইদ । বাড়ি পৌঁছাতে পারলে খুব খুশি হব । তবে 15 দিন কোয়ারানটিনে থাকার পরই বাড়ির লোকের সঙ্গে দেখা করব । তাতে প্রত্যেকেই সুস্থ থাকবেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.