রামপুরহাট, 12 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বগটুই হত্যাকাণ্ডে মৃত ডলি বিবির পুত্রবধূ সীমা খাতুন-সহ স্বজনহারা পরিবারের তিনজন রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিলেন আজ । রামপুরহাট 1 নং ব্লক অফিসে গিয়ে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন জমা দেন তাঁরা । সঙ্গে ছিলেন সীমা খাতুনের স্বামী কিরণ শেখ, স্বজনহারা মিহিলাল শেখ ও বিজেপি স্থানীয় নেতৃত্ব ।
প্রসঙ্গত, 2022 সালের 21 মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে । এই খুনের বদলা নিতে বগটুই গ্রামে চলে হত্যালীলা । আগুনে জ্বলতে থাকে গোটা বগটুই । বগটুই গ্রামের সোনা শেখের বাড়ি থেকে সাতটি দগ্ধ দেহ উদ্ধার হয় । পাশাপাশি সেই ঘটনায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ আরও তিনজনের মৃত্যু হয় । অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের মদতে পরিকল্পনামাফিক এই হত্যালীলা চালানো হয় । ঘটনার দু'দিন পর গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় তৎকালীন রামপুরহাট 1 নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে ।
পরে হাইকোর্টের নির্দেশে এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই'য়ের হাতে। এই ঘটনার পর শুরু হয় রাজনীতি । বগটুই গ্রাম হয়ে উঠে রাজনৈতিক আখড়া । প্রায়ই বিভিন্ন কারণে বগটুই গ্রামের নাম উঠে আসে সংবাদ শিরোনাম । কখনও স্বজনহারাদের বিজেপি যোগদানের খবর তো আবার কখনও শহিদ বেদি তৈরি নিয়ে প্রতিযোগিতায় শাসক-বিরোধী তরজা । সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে বিজেপির সংগঠন নেই বললেই চলে । সেখানে বগটুইয়ে স্বজনহারাদের পরিবার থেকে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন আবার রামপুরহাটে রাজনীতির পারদ চড়বে বলে মনে করচ্ছে ওয়াকিবহল মহল ।
মনোনয়ন জমা দিতে এসে স্বজনহারা প্রার্থী সীমা খাতুনের কাকা শ্বশুর মিহিলাল শেখ বলেন, "তৃণমূলের হার্মাদদের থেকে বাঁচতেই আজ বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা করল আমার ভাইপোর স্ত্রী সোমা বিবি । আমাদের পাশে সাধারণ মানুষ আছে । আমরা আশাবাদী আমরা জয়লাভ করব।"
আরও পড়ুন : 'আমার মতো ভালো ছেলে জেল খাটছে বিনা দোষে', দাবি বগটুই গণহত্যায় অভিযুক্ত আনারুলের