ETV Bharat / state

2টি শ্রমিক স্পেশালে রামপুরহাটে ফিরলেন 215 জন

ভিনরাজ্য থেকে 215 জন পরিযায়ী শ্রমিক রামপুরহাট স্টেশনে ফিরলেন । স্টেশনে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিল রামপুরহাট প্রশাসন ।

215 migrants returned to the state
215 migrants returned to the state
author img

By

Published : May 28, 2020, 11:46 PM IST

রামপুরহাট, 28 মে : আজ পর পর দুটি শ্রমিক স্পেশালে রামপুরহাট স্টেশনে পৌঁছালেন 215 জন পরিযায়ী শ্রমিক । রামপুরহাট থানার তৎপরতায় তাঁদের মুর্শিদাবাদ ও বীরভূমে নিজেদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় । স্টেশনে প্রাথমিকভাবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ।

প্রশাসনিক সূত্রে জানা যায়, 8টি বাসে করে বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন মহকুমায় পরিযায়ী শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হয় । এই 215 জন শ্রমিকের মধ্যে 108 জন মুর্শিদাবাদের, 103 জন শ্রমিক বীরভূমের ও 4 জন শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা । ওই 4 জন শ্রমিককে একটি গাড়িতে করে ঝাড়খণ্ডে পাঠানো হয় ।

আজ রামপুরহাট রেল স্টেশনে প্রত্যেক যাত্রীকে মাস্ক ও স্যানিটাইজ়ার দেওয়া হয় । প্রথম ট্রেনটি আজ ভোরে ও তার পরেরটি সকাল সাড়ে দশটা নাগাদ রামপুরহাট স্টেশনে আসে ।

প্রাথমিক চিকিৎসার পর শারীরিকভাবে সুস্থ শ্রমিকদের নিজের নিজের বাড়িতে 14 দিনের হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন ।

রামপুরহাট, 28 মে : আজ পর পর দুটি শ্রমিক স্পেশালে রামপুরহাট স্টেশনে পৌঁছালেন 215 জন পরিযায়ী শ্রমিক । রামপুরহাট থানার তৎপরতায় তাঁদের মুর্শিদাবাদ ও বীরভূমে নিজেদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় । স্টেশনে প্রাথমিকভাবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ।

প্রশাসনিক সূত্রে জানা যায়, 8টি বাসে করে বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন মহকুমায় পরিযায়ী শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হয় । এই 215 জন শ্রমিকের মধ্যে 108 জন মুর্শিদাবাদের, 103 জন শ্রমিক বীরভূমের ও 4 জন শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা । ওই 4 জন শ্রমিককে একটি গাড়িতে করে ঝাড়খণ্ডে পাঠানো হয় ।

আজ রামপুরহাট রেল স্টেশনে প্রত্যেক যাত্রীকে মাস্ক ও স্যানিটাইজ়ার দেওয়া হয় । প্রথম ট্রেনটি আজ ভোরে ও তার পরেরটি সকাল সাড়ে দশটা নাগাদ রামপুরহাট স্টেশনে আসে ।

প্রাথমিক চিকিৎসার পর শারীরিকভাবে সুস্থ শ্রমিকদের নিজের নিজের বাড়িতে 14 দিনের হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.