ETV Bharat / state

অনুব্রতর গড়ে তৃণমূল ছেড়ে BJP-তে 2000 - join

বোলপুরে তৃণমূল ছেড়ে BJP-র পতাকা হাতে তুলে নিল 2000 হাজার কর্মী-সমর্থক ।

BJP-তে যোগ
author img

By

Published : Jun 10, 2019, 2:50 PM IST

Updated : Jun 10, 2019, 3:09 PM IST

বোলপুর, 10 জুন : তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিল প্রায় দু'ই হাজার কর্মী । ঘটনাটি বোলপুরের । বোলপুর সাধারণত অনুব্রতের গড় বলেই পরিচিত । আর সেই গড়েই আজ সদ্য BJP-তে যোগদানকারী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় । এরপরই তিনি কর্মীদের নির্দেশ দেন, 'জয় বাংলা', 'জয় হিন্দ' বলার জন্য দিদিকে ধন্যবাদ জানিয়ে সৌজন্যে 'জয় শ্রীরাম' লিখে চিঠি পাঠান ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ বোলপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় দু'ই হাজার কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে BJP-র পতাকা হাতে নেন । এই কর্মীরা মূলত বোলপুর সংলগ্ন গ্রামের বাসিন্দা । অনুষ্ঠান মঞ্চ থেকে BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, "দিদি বলেছেন, জয় বাংলা, জয় হিন্দ । তাই এ কথা বলার জন্য দিদিকে ধন্যবাদ জানিয়ে সৌজন্যে জয় শ্রীরাম লিখে চিঠি পাঠান ।" পাশাপাশি তিনি দলীয় কর্মীদের হাতের কাছে বাঁশ, লাঠি, ইট রাখার পরামর্শ দেন । এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, "তৃণমূল আমাদের কর্মীদের ওপর আক্রমণ করছে । তাই আক্রমণ প্রতিহত করতে এই পরামর্শ দিয়েছি ।"

বোলপুর, 10 জুন : তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিল প্রায় দু'ই হাজার কর্মী । ঘটনাটি বোলপুরের । বোলপুর সাধারণত অনুব্রতের গড় বলেই পরিচিত । আর সেই গড়েই আজ সদ্য BJP-তে যোগদানকারী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় । এরপরই তিনি কর্মীদের নির্দেশ দেন, 'জয় বাংলা', 'জয় হিন্দ' বলার জন্য দিদিকে ধন্যবাদ জানিয়ে সৌজন্যে 'জয় শ্রীরাম' লিখে চিঠি পাঠান ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ বোলপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় দু'ই হাজার কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে BJP-র পতাকা হাতে নেন । এই কর্মীরা মূলত বোলপুর সংলগ্ন গ্রামের বাসিন্দা । অনুষ্ঠান মঞ্চ থেকে BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, "দিদি বলেছেন, জয় বাংলা, জয় হিন্দ । তাই এ কথা বলার জন্য দিদিকে ধন্যবাদ জানিয়ে সৌজন্যে জয় শ্রীরাম লিখে চিঠি পাঠান ।" পাশাপাশি তিনি দলীয় কর্মীদের হাতের কাছে বাঁশ, লাঠি, ইট রাখার পরামর্শ দেন । এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, "তৃণমূল আমাদের কর্মীদের ওপর আক্রমণ করছে । তাই আক্রমণ প্রতিহত করতে এই পরামর্শ দিয়েছি ।"

sample description
Last Updated : Jun 10, 2019, 3:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.