ETV Bharat / state

ইলামবাজারে পিকআপ ভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে আহত 20 শ্রমিক, আশঙ্কাজনক 5 - ইলামবাজারে দুর্ঘটনা

ধল্লা মোড়ে একটি লরিকে ওভার টেক করার পরেই দুর্ঘটনা ঘটে৷ আহতরা সকলেই নির্মাণ কর্মী৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা৷

20 workers injured in a road accident
ইলামবাজার
author img

By

Published : Aug 31, 2020, 1:58 AM IST

ইলামবাজার, 31 অগাস্ট: পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত 20 জন শ্রমিক। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা নির্মাণ কর্মী৷ ঘটনাটি ঘটেছে ইলামবাজার জঙ্গলের ধল্লা মোড় এলাকায়। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

একটি পিকআপ ভ্যানে 20 জন নির্মাণ শ্রমিক ইলামবাজার থেকে বোলপুরের দিকে ফিরছিলেন। ধল্লা মোড়ে একটি লরিকে ওভার টেক করার পর অন্য একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির। ঘটনায় ওই গাড়িতে থাকা সকলেই কম-বেশি আহত হয়েছেন। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থানে আসে। রাতেই আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ লরিটিকে আটক করেছে। জঙ্গলের রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চলানোতেই দুর্ঘটনা বলে জানিয়েছেন আহত শ্রমিকরা।

ইলামবাজার, 31 অগাস্ট: পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত 20 জন শ্রমিক। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা নির্মাণ কর্মী৷ ঘটনাটি ঘটেছে ইলামবাজার জঙ্গলের ধল্লা মোড় এলাকায়। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

একটি পিকআপ ভ্যানে 20 জন নির্মাণ শ্রমিক ইলামবাজার থেকে বোলপুরের দিকে ফিরছিলেন। ধল্লা মোড়ে একটি লরিকে ওভার টেক করার পর অন্য একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির। ঘটনায় ওই গাড়িতে থাকা সকলেই কম-বেশি আহত হয়েছেন। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থানে আসে। রাতেই আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ লরিটিকে আটক করেছে। জঙ্গলের রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চলানোতেই দুর্ঘটনা বলে জানিয়েছেন আহত শ্রমিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.