ETV Bharat / state

Siuri Super Speciality Hospital: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সিলিং ভেঙে আহত 2 রোগী - ফলস সিলিং ভেঙে আহত রোগী

Siuri Super Speciality Hospital Ceiling Collapse Incident: ভেঙে পড়ল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ফলস সিলিং ৷ সেই ঘটনায় আহত হয়েছেন 2 মহিলা রোগী ৷ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:41 PM IST

Updated : Oct 30, 2023, 8:11 PM IST

ভেঙে পড়ল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ফলস সিলিং

সিউড়ি, 30 অক্টোবর: রোগীর উপর হাসপাতালের ফলস সিলিং ভেঙে পড়ার অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন দু’জন মহিলা রোগী ৷ এমনই দুর্দশা বীরভূমের সদর শহর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ৷ খবর পেয়ে হাসপাতালে আসেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি ৷ তবে, কেন এই বেহালদশা ? সে নিয়ে কোনও জবাব তিনি দেননি ৷ কেবল সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে, বলে হাসপাতাল ছাড়ালেন তিনি ৷ জেলার সুপার স্পেশালিটি হাসপাতালের এই ভগ্নদশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মাত্র কয়েক বছর হল তৈরি হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে বেহাল দশা সরকারি এই হাসপাতালের ৷ এ দিন হাসপাতালের মহিলা বিভাগের মেডিসিনি ওয়ার্ডের ফলস সিলিং হঠাৎই ভেঙে পড়ে ৷ ওয়ার্ডে রোগী ভরতি থাকাকালীন এই ঘটনা ঘটেছে ৷ ফেল সিলিং ভেঙে হাতে ও মাথায় চোট লেগেছে ভরতি থাকা দুই রোগীর ৷ দেওয়ালে চির ধরে যখন সিলিং ভাঙতে শুরু করে, তা দেখে ওয়ার্ডের ভিতরে হুড়োহুড়ি পরে যায় ৷ অন্যান্য সব রোগীদের তাঁদের আত্মীয়রাই দ্রুত বাইরে বের করে নিয়ে যায় ৷ ঘটনার জেরে হাসপাতালে রোগী এবং পরিবারের সদস্যদের মধ্যে আতংক ছড়িয়েছে ৷

অভিযোগ উঠেছে, সিলিং ভাঙার পরেও ওই বিভাগ থেকে রোগীদের অন্যত্র সরানো হয়নি ৷ প্রাণ হাতে নিয়েই ঘটনার পরেও ওই ওয়ার্ডেই ভরতি রয়েছেন রোগীরা ৷ এতে স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ অভিযোগ হাসপাতাল তৈরির পর থেকে এই ফলস সিলিংগুলির কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি ৷ এই সিলিংগুলির ভিতরেই রয়েছে বিদ্যুতের তার ৷ সিলিং ভাঙার পর সেগুলি বাইরে বেরিয়ে এসেছে ৷ এর ফলে ওয়ার্ডের ভিতরে প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে ৷ কোনওভাবে তার ছিঁড়ে কারও গায়ে লাগলে তড়িদ্বাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন রোগী এবং অন্যান্যদের প্রাণের ঝুঁকি নিয়ে ওই ওয়ার্ডে রাখা হয়েছে ? সেই প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: জমা জলে মশার লার্ভা, ওয়ার্ডে কুকুর-বিড়াল! সরকারি হাসপাতালের দুর্দশায় ক্ষুব্ধ রোগীদের পরিবার

ঘটনার খবর পেয়েই বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি হাসপাতালে আসেন ৷ আহত রোগী ও হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন তিনি ৷ রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে পূর্ণিমা মাল এবং মুন্নি টুডু বলেন, "ডাক্তারবাবু, নার্সরা ছিলেন সামনে ৷ তখনই সিলিং ভেঙে পড়ে ৷ দু’জন আহত হয়েছেন ৷ আমরা ভয়ে পালিয়ে যাই ৷ এখনও এই ঘরেই আমাদের রাখা হয়েছে ৷ খুব ভয়ে ভয়ে আছি ৷" বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, "ফলস সিলিং ভেঙে পড়ে গিয়েছে ৷ যারা এই কাজ করে, তাদের সঙ্গে কথা বলে সমাধান করছি আমরা ৷" কিন্তু, কেন অন্যান্য রোগীদের ওই ওয়ার্ড থেকে সরানো হল না ? সেই প্রশ্নের কোনও জবাব তিনি দেননি ৷

আরও পড়ুন: বগুলা গ্রামীণ হাসপাতালের নাম বদল যাদবপুরের মৃত পড়ুয়ার নামে, প্রতিবাদ এলাকাবাসীর

ভেঙে পড়ল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ফলস সিলিং

সিউড়ি, 30 অক্টোবর: রোগীর উপর হাসপাতালের ফলস সিলিং ভেঙে পড়ার অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন দু’জন মহিলা রোগী ৷ এমনই দুর্দশা বীরভূমের সদর শহর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ৷ খবর পেয়ে হাসপাতালে আসেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি ৷ তবে, কেন এই বেহালদশা ? সে নিয়ে কোনও জবাব তিনি দেননি ৷ কেবল সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে, বলে হাসপাতাল ছাড়ালেন তিনি ৷ জেলার সুপার স্পেশালিটি হাসপাতালের এই ভগ্নদশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মাত্র কয়েক বছর হল তৈরি হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে বেহাল দশা সরকারি এই হাসপাতালের ৷ এ দিন হাসপাতালের মহিলা বিভাগের মেডিসিনি ওয়ার্ডের ফলস সিলিং হঠাৎই ভেঙে পড়ে ৷ ওয়ার্ডে রোগী ভরতি থাকাকালীন এই ঘটনা ঘটেছে ৷ ফেল সিলিং ভেঙে হাতে ও মাথায় চোট লেগেছে ভরতি থাকা দুই রোগীর ৷ দেওয়ালে চির ধরে যখন সিলিং ভাঙতে শুরু করে, তা দেখে ওয়ার্ডের ভিতরে হুড়োহুড়ি পরে যায় ৷ অন্যান্য সব রোগীদের তাঁদের আত্মীয়রাই দ্রুত বাইরে বের করে নিয়ে যায় ৷ ঘটনার জেরে হাসপাতালে রোগী এবং পরিবারের সদস্যদের মধ্যে আতংক ছড়িয়েছে ৷

অভিযোগ উঠেছে, সিলিং ভাঙার পরেও ওই বিভাগ থেকে রোগীদের অন্যত্র সরানো হয়নি ৷ প্রাণ হাতে নিয়েই ঘটনার পরেও ওই ওয়ার্ডেই ভরতি রয়েছেন রোগীরা ৷ এতে স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ অভিযোগ হাসপাতাল তৈরির পর থেকে এই ফলস সিলিংগুলির কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি ৷ এই সিলিংগুলির ভিতরেই রয়েছে বিদ্যুতের তার ৷ সিলিং ভাঙার পর সেগুলি বাইরে বেরিয়ে এসেছে ৷ এর ফলে ওয়ার্ডের ভিতরে প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে ৷ কোনওভাবে তার ছিঁড়ে কারও গায়ে লাগলে তড়িদ্বাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন রোগী এবং অন্যান্যদের প্রাণের ঝুঁকি নিয়ে ওই ওয়ার্ডে রাখা হয়েছে ? সেই প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: জমা জলে মশার লার্ভা, ওয়ার্ডে কুকুর-বিড়াল! সরকারি হাসপাতালের দুর্দশায় ক্ষুব্ধ রোগীদের পরিবার

ঘটনার খবর পেয়েই বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি হাসপাতালে আসেন ৷ আহত রোগী ও হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন তিনি ৷ রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে পূর্ণিমা মাল এবং মুন্নি টুডু বলেন, "ডাক্তারবাবু, নার্সরা ছিলেন সামনে ৷ তখনই সিলিং ভেঙে পড়ে ৷ দু’জন আহত হয়েছেন ৷ আমরা ভয়ে পালিয়ে যাই ৷ এখনও এই ঘরেই আমাদের রাখা হয়েছে ৷ খুব ভয়ে ভয়ে আছি ৷" বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, "ফলস সিলিং ভেঙে পড়ে গিয়েছে ৷ যারা এই কাজ করে, তাদের সঙ্গে কথা বলে সমাধান করছি আমরা ৷" কিন্তু, কেন অন্যান্য রোগীদের ওই ওয়ার্ড থেকে সরানো হল না ? সেই প্রশ্নের কোনও জবাব তিনি দেননি ৷

আরও পড়ুন: বগুলা গ্রামীণ হাসপাতালের নাম বদল যাদবপুরের মৃত পড়ুয়ার নামে, প্রতিবাদ এলাকাবাসীর

Last Updated : Oct 30, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.