সিউড়ি, 29 জুলাই: দলবিরোধী কাজের জন্য BJP-র বীরভূম জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল ও প্রাক্তন সম্পাদক পলাশ মিত্রকে বহিষ্কার করা হল । মঙ্গলবার সিউড়িতে একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান বীরভূম BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল ।
দলের তরফে জানানো হয়, কালোসোনা মণ্ডল ও পলাশ মিত্র বেশ কিছুদিন ধরেই দলবিরোধী কাজে লিপ্ত ছিলেন । অভিযোগের ভিত্তিতে দলের আইনশৃঙ্খলা কমিটির কাছে তাঁদের বিষয়টি বিবেচনার জন্য পাঠানো হয় । তদন্তের পর রাজ্য কমিটিকে বিষয়টি জানানো হয় । রাজ্যস্তরের অনুমতির পর কালোসোনা মণ্ডলকে তিন বছরের জন্য ও পলাশ মিত্রকে চার বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "বহিষ্কৃত দুই নেতা দলের কোনও কাজে নিযুক্ত থাকতে পারবেন না । যদি দলের কোনও কাজে তাঁরা নিজেদের নিযুক্ত করেন তাহলে দল আইনানুগ ব্যবস্থা নেবে ।"
বহিষ্কার হওয়ার পর কালোসোনা মণ্ডল বলেন, "জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল চান না বিধানসভা ভোটে বীরভূমে BJP 11 টি আসনেই জিতুক । উনি আসলে BJP-কে হারিয়ে তৃণমূলকে জেতাতে চান ৷ তৃণমূলের থেকে মোটা অঙ্কের মুনাফা লুটতে চান । তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই তিনি এরকম আরও অনেক পদক্ষেপ করবেন ।"