ETV Bharat / state

গুজরাতে আটকে বীরভূমের 150 শ্রমিক, ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীকে - ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি বীরভূমের 150 শ্রমিকের

বর্তমানে গুজরাতের ভাবনগর জেলায় তালাজা এলাকায় আটকে রয়েছেন ওই শ্রমিকরা ৷ সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দেন ৷

গুজরাটে আটকে বীরভূমের 150 শ্রমিক, ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি
গুজরাটে আটকে বীরভূমের 150 শ্রমিক, ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি
author img

By

Published : May 10, 2020, 5:58 PM IST

বোলপুর, 10 মে: ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন গুজরাতে আটকে পড়া 150 জন শ্রমিক । জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত ওই শ্রমিকরা সকলেই বীরভূমের ইলামবাজারের বাসিন্দা ।

গুজরাটে আটকে বীরভূমের 150 শ্রমিক, ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি
গুজরাতে আটকে বীরভূমের 150 শ্রমিক, ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি

বীরভূমের ইলামবাজার থানার জয়দেব থেকে 150 জনের মতো শ্রমিক গুজরাতে কাজ করতে যান ৷ জাহাজ নির্মাণের ক্ষেত্রে কাটিংয়ের কাজ করেন তারা । লকডাউনের জেরে তারা আর বীরভূমে ফিরতে পারেননি । বর্তমানে গুজরাতের ভাবনগর জেলায় তালাজা এলাকায় আটকে রয়েছেন ওই শ্রমিকরা ৷ সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দেন ৷ ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়ে এক শ্রমিক বলেন, "কোনওক্রমে একবেলা খেয়ে দিন কাটাচ্ছি । কেউ খাবারের ব্যবস্থা করছে না । আমাদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হোক । গুজরাতে একটি ঘরের মধ্যে বন্দী অবস্থায় রয়েছেন ওই শ্রমিকরা ৷"

ফোনে ETV ভারতকে শ্রমিকেরা জানায়, ইলামবাজারের সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে । কিন্তু ফেরানোর জন্য জেলা প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।

বোলপুর, 10 মে: ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন গুজরাতে আটকে পড়া 150 জন শ্রমিক । জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত ওই শ্রমিকরা সকলেই বীরভূমের ইলামবাজারের বাসিন্দা ।

গুজরাটে আটকে বীরভূমের 150 শ্রমিক, ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি
গুজরাতে আটকে বীরভূমের 150 শ্রমিক, ভিডিয়ো বার্তায় ফেরানোর আর্জি

বীরভূমের ইলামবাজার থানার জয়দেব থেকে 150 জনের মতো শ্রমিক গুজরাতে কাজ করতে যান ৷ জাহাজ নির্মাণের ক্ষেত্রে কাটিংয়ের কাজ করেন তারা । লকডাউনের জেরে তারা আর বীরভূমে ফিরতে পারেননি । বর্তমানে গুজরাতের ভাবনগর জেলায় তালাজা এলাকায় আটকে রয়েছেন ওই শ্রমিকরা ৷ সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দেন ৷ ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়ে এক শ্রমিক বলেন, "কোনওক্রমে একবেলা খেয়ে দিন কাটাচ্ছি । কেউ খাবারের ব্যবস্থা করছে না । আমাদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হোক । গুজরাতে একটি ঘরের মধ্যে বন্দী অবস্থায় রয়েছেন ওই শ্রমিকরা ৷"

ফোনে ETV ভারতকে শ্রমিকেরা জানায়, ইলামবাজারের সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে । কিন্তু ফেরানোর জন্য জেলা প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.