সাঁইথিয়া, 30 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় 12জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । এছাড়া, সাঁইথিয়া কল্যাণপুর গ্রামে তল্লাশি চালিয়ে প্রায় 40টি বোমা উদ্ধার করা হয়েছে ।
গতকাল গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রাম । তৃণমূলের জেলা কমিটির সদস্য সাধন চট্টোপাধ্যায় ও ব্লক সভাপতি সাবের আলির দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে । ঘটনাস্থানে শেখ ইনসান (26) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান । ঘটনায় পুলিশ দলেরই 12জনকে গ্রেপ্তার করেছে। তাদের আজ সিউড়ি জেলা আদালতে তোলা হয় । ছয়জনকে ছয়দিন পুলিশি হেপাজত ও বাকিদের 14দিন জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
গ্রামজুড়ে তল্লাশি চালিয়ে একটি সাঁকোর নিচ থেকে এক ড্রাম ভরতি প্রায় 40টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ।