ETV Bharat / state

Life Imprisonment: খুনের অপরাধে 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের - accused were sentenced to life imprisonment

জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অপরাধে 10 জন অপরাধীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে 5 হাজার টাকা করে জরিমানা ঘোষণা আদালতের (Accused Life Imprisonment) ৷

Life Imprisonment
যাবজ্জীবন কারাদণ্ড আদালতের
author img

By

Published : Sep 27, 2022, 8:15 PM IST

রামপুরহাট, 27 সেপ্টেম্বর: জমি বিবাদের জেরে গ্রামের এক ব্যক্তিকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করেছিল এলাকার 10 জন ৷ সেই ঘটনার 7 বছর পর রায় ঘোষণা করল রামপুরহাট মহকুমা আদালত ৷ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত ৷ মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস (Accused Life Imprisonment) ৷

সাজাপ্রাপ্তদের নাম কেতাব উদ্দিন সেখ, ফরিদ শেখ, আসগর শেখ, গোলমুদ্দিন শেখ, জিকির শেখ, জাকারিয়া শেখ, আবু বাক্কার, মহরম শেখ, বিপুল মোল্লা ও কাবাতুল্লা মোল্লা । সাজাপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের দুই ছেলে ও বাবা রয়েছে।

ঘটনার সূত্রপাত, 2015 সালের সালের 8 জুলাই ৷ স্থানীয় রূপরামপুর গ্রামে বাসিন্দা মান্নান শেখ ৷ জমিতে বাঁশ পুঁতেছিলেন তিনি । সেই সময় মান্নানের উপর চড়াও হয় অভিযুক্তরা। লোহার শাবল দিয়ে মান্নান শেখের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মান্নানের । ঘটনার দিনই স্বামীকে খুন করার অভিযোগে মুরারই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী ডলি বিবি। সেই অভিযোগের ভিত্তিতে 10 জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে রামপুরহাট মহকুমা আদালতে মামলা শুরু করে মুরারই থানার পুলিশ।

আরও পড়ুন: খুনের হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের

এই প্রসঙ্গেই সরকারি আইনজীবী সন্তোষ বন্দ্যোপাধ্যায় বলেন, "গত 24 সেপ্টেম্বর, 448, 302 ও 34 নম্বর ধারায় 10 জনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। আজ দশজনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে প্রত্যককে 5 হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছ'মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।’’

রামপুরহাট, 27 সেপ্টেম্বর: জমি বিবাদের জেরে গ্রামের এক ব্যক্তিকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করেছিল এলাকার 10 জন ৷ সেই ঘটনার 7 বছর পর রায় ঘোষণা করল রামপুরহাট মহকুমা আদালত ৷ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত ৷ মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস (Accused Life Imprisonment) ৷

সাজাপ্রাপ্তদের নাম কেতাব উদ্দিন সেখ, ফরিদ শেখ, আসগর শেখ, গোলমুদ্দিন শেখ, জিকির শেখ, জাকারিয়া শেখ, আবু বাক্কার, মহরম শেখ, বিপুল মোল্লা ও কাবাতুল্লা মোল্লা । সাজাপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের দুই ছেলে ও বাবা রয়েছে।

ঘটনার সূত্রপাত, 2015 সালের সালের 8 জুলাই ৷ স্থানীয় রূপরামপুর গ্রামে বাসিন্দা মান্নান শেখ ৷ জমিতে বাঁশ পুঁতেছিলেন তিনি । সেই সময় মান্নানের উপর চড়াও হয় অভিযুক্তরা। লোহার শাবল দিয়ে মান্নান শেখের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মান্নানের । ঘটনার দিনই স্বামীকে খুন করার অভিযোগে মুরারই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী ডলি বিবি। সেই অভিযোগের ভিত্তিতে 10 জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে রামপুরহাট মহকুমা আদালতে মামলা শুরু করে মুরারই থানার পুলিশ।

আরও পড়ুন: খুনের হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের

এই প্রসঙ্গেই সরকারি আইনজীবী সন্তোষ বন্দ্যোপাধ্যায় বলেন, "গত 24 সেপ্টেম্বর, 448, 302 ও 34 নম্বর ধারায় 10 জনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। আজ দশজনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে প্রত্যককে 5 হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছ'মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.