বোলপুর, 12 এপ্রিল : ঋণ শোধ করতে না পেরে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দেয় বাবা ৷ দিনের পর দিন ওই নাবালিকাকে ধর্ষণ করে সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দীপ্তিমান ঘোষ ও তার দুই সাগরেদ ৷ এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে এক আদিবাসী এলাকায় (Gang Rape in Bolpur) ৷
সোমবার সন্ধ্যায় নৃশংস এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার দিদির অভিযোগ পেয়েই এই ঘটনায় আগেই তৃণমূল নেতা দীপ্তিমান ঘোষকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ।
মঙ্গলবার নির্যাতিতার বাবা-সহ তৃণমূল নেতার দুই সাগরেদ শুভেন্দু ঘোষ ও সনৎ মাড্ডিকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ডি (গণধর্ষণ), 506 (হুমকি) ধারা ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত 4 জনকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশের আবেদন অনুযায়ী ধৃত 4 জনকেই 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক (10 days police custody of 4 accused people)।
অন্যদিকে, ঘটনার তদন্তে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। নির্যাতিতার সঙ্গেও কথা বলেন পুলিশ অফিসাররা ৷ হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতার শারীরিক অবস্থা গুরুতর । সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন : দেনার দায়ে মেয়েকে তৃণমূল নেতার হাতে তুলে দিল বাবা, নাবালিকাকে গণধর্ষণ
উল্লেখ্য বোলপুর থানার সিয়ান-মুলুক পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল সদস্য দীপ্তিমান ঘোষের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল ওই নাবালিকার বাবা ৷ কিন্তু ঋণের টাকা পরিশোধ করতে পারছিল না সে ৷ পাওনা টাকা চেয়ে চাপ বাড়াচ্ছিল দীপ্তিমান ৷ তাই বাধ্য হয়ে নিজের নাবালিকা মেয়েকে ওই তৃণমূল নেতার হাতে তুলে দেয় বাবা ৷