বড়জোড়া, 11 ডিসেম্বর : স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক ৷ বাঁকুড়ার বড়জোড়া থানার ঘুটগোড়িয়া গ্রামের ঘটনা ৷
মৃত যুবকের নাম রোহিত বন্দ্যোপাধ্যায় (25) ৷ তাঁর স্ত্রীর নাম মন্দিরা বন্দ্যোপাধ্যায় (21) ৷ স্থানীয়রা জানান, রোহিত এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করতেন ৷ কিন্ত গত ছ'মাস ধরে বন্ধ ওই কারখানা ৷ আর্থিক অভাবের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত ৷ প্রতিবেশী গণেশ মণ্ডল জানান, গতরাতে তিনি যখন ঘটনাস্থানে পৌঁছান দেখেন খাটে রোহিতের মৃতদেহ ৷ নিচে মেঝেতে পড়ে রয়েছে মন্দিরার মৃতদেহ ৷ মন্দিরার মাথায় আঘাতের চিহ্ন ৷ তাঁর অনুমান, ভারী কিছু দিয়ে প্রথমে মন্দিরাকে আঘাত করেন রোহিত ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মন্দিরার ৷ তারপর নিজে সিলিং-এ থাকা ফ্যানের হুকের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷
স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থানে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ ৷ গভীর রাত্রে ঘটনাস্থল থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ । আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷