ETV Bharat / state

বড়জোড়ায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক - বড়জোড়ায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক

মৃত যুবকের নাম রোহিত বন্দ্যোপাধ্যায় (25) ৷ তাঁর স্ত্রীর নাম মন্দিরা বন্দ্যোপাধ্যায় (21) ৷ স্থানীয়রা জানান, রোহিত এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করতেন ৷ কিন্ত গত ছ'মাস ধরে বন্ধ ওই কারখানা ৷ আর্থিক অভাবের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত ৷

youth murdered his wife and then suicide at Bankura
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 11, 2019, 5:25 PM IST

বড়জোড়া, 11 ডিসেম্বর : স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক ৷ বাঁকুড়ার বড়জোড়া থানার ঘুটগোড়িয়া গ্রামের ঘটনা ৷

মৃত যুবকের নাম রোহিত বন্দ্যোপাধ্যায় (25) ৷ তাঁর স্ত্রীর নাম মন্দিরা বন্দ্যোপাধ্যায় (21) ৷ স্থানীয়রা জানান, রোহিত এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করতেন ৷ কিন্ত গত ছ'মাস ধরে বন্ধ ওই কারখানা ৷ আর্থিক অভাবের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত ৷ প্রতিবেশী গণেশ মণ্ডল জানান, গতরাতে তিনি যখন ঘটনাস্থানে পৌঁছান দেখেন খাটে রোহিতের মৃতদেহ ৷ নিচে মেঝেতে পড়ে রয়েছে মন্দিরার মৃতদেহ ৷ মন্দিরার মাথায় আঘাতের চিহ্ন ৷ তাঁর অনুমান, ভারী কিছু দিয়ে প্রথমে মন্দিরাকে আঘাত করেন রোহিত ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মন্দিরার ৷ তারপর নিজে সিলিং-এ থাকা ফ্যানের হুকের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷

স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থানে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ ৷ গভীর রাত্রে ঘটনাস্থল থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ । আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

বড়জোড়া, 11 ডিসেম্বর : স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক ৷ বাঁকুড়ার বড়জোড়া থানার ঘুটগোড়িয়া গ্রামের ঘটনা ৷

মৃত যুবকের নাম রোহিত বন্দ্যোপাধ্যায় (25) ৷ তাঁর স্ত্রীর নাম মন্দিরা বন্দ্যোপাধ্যায় (21) ৷ স্থানীয়রা জানান, রোহিত এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করতেন ৷ কিন্ত গত ছ'মাস ধরে বন্ধ ওই কারখানা ৷ আর্থিক অভাবের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত ৷ প্রতিবেশী গণেশ মণ্ডল জানান, গতরাতে তিনি যখন ঘটনাস্থানে পৌঁছান দেখেন খাটে রোহিতের মৃতদেহ ৷ নিচে মেঝেতে পড়ে রয়েছে মন্দিরার মৃতদেহ ৷ মন্দিরার মাথায় আঘাতের চিহ্ন ৷ তাঁর অনুমান, ভারী কিছু দিয়ে প্রথমে মন্দিরাকে আঘাত করেন রোহিত ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মন্দিরার ৷ তারপর নিজে সিলিং-এ থাকা ফ্যানের হুকের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷

স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থানে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ ৷ গভীর রাত্রে ঘটনাস্থল থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ । আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Intro:বাঁকুড়ার বড়জোড়ায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী।Body:মঙ্গলবার রাত্রে বড়জোড়া থানার ঘুটগোড়িয়া গ্রামে
বছর পঁচিশের রোহিত বন্দোপাধ্যায় তার বছর একুশের স্ত্রী মন্দিরা বন্দোপাধ্যায় কুড়ুল দিয়ে আঘাত করে হত্যা করার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন । গভীর রাত্রে ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। আজ দেহগুলি ময়নাতদন্ত হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মৃত রোহিত স্থানীয় একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করতেন ।কারখানাটি গত ছয় মাস বন্ধ হয়ে যায়। অর্থনৈতিক অভাবের কারণে প্রায় প্রতিদিনই অশান্তি লেগেই থাকত পরিবারে। মঙ্গলবার দিন রাত্রে দুজনের মধ্যে বচসা বাধলে স্ত্রীর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী মন্দিরার। এরপর বাড়িতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন স্বামী রোহিতও বলেই দাবি এলাকাবাসীর। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ।
স্থানীয়দের দাবি রোহিত মানসিকভাবে সুস্থ ছিলেন না।Conclusion:বাইট: গণেশ মণ্ডল,প্রতিবেশী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.