ETV Bharat / state

হাসপাতালে রক্ত সংকট মেটাতে যুবকদের আহ্বান - বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ

গ্রীষ্মকালে রক্তের সংকট সাধারন ভাবেই দেখা যায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে। এই কারণে এই সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনের মাধ্যমে রক্তদান শিবির করা হয় একাধিক। কিন্তুবর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই জরুরি হয়ে পড়েছে । বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পক্ষে যুবকদের অনুরোধ করা হয়েছে, যাঁরা রক্ত দিতে ইচ্ছুক তাঁরা দুজন করে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিয়ে যেতে পারবেন।

blood crisis in hospital
রক্ত সংকট
author img

By

Published : Mar 28, 2020, 9:43 PM IST

বাঁকুড়া,২৮ মার্চ : বাঁকুড়া জেলার হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে যুবকদের রক্ত দিতে আহ্বান জানাল জেলা স্বাস্থ্য দপ্তর ও মেডিকেল কলেজ। গ্রীষ্মকালে রক্তের সংকট সাধারণভাবেই দেখা যায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে। এই কারণে এই সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনের মাধ্যমে রক্তদান শিবির করা হয় একাধিক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই জরুরি হয়ে পড়েছে । সেই অবস্থায় এই ধরনের শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। অথচ ব্লাড ব্যাঙ্কগুলিতে যে রক্ত মজুত ছিল তা কমতে শুরু করেছে। এর ফলে শিগগিরই রক্তের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কলেজ ।

জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, রাজ্য সরকার এবিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে । অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পক্ষে যুবকদের অনুরোধ করা হয়েছে, যাঁরা রক্ত দিতে ইচ্ছুক তাঁরা দুজন করে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিয়ে যেতে পারবেন। এর জন্য ব্লাড ব্যাংকে বিশেষ সুবিধে রাখা হয়েছে বলে জানানো হয়েছে মেডিকেল কলেজের তরফে।


বাঁকুড়া,২৮ মার্চ : বাঁকুড়া জেলার হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে যুবকদের রক্ত দিতে আহ্বান জানাল জেলা স্বাস্থ্য দপ্তর ও মেডিকেল কলেজ। গ্রীষ্মকালে রক্তের সংকট সাধারণভাবেই দেখা যায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে। এই কারণে এই সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনের মাধ্যমে রক্তদান শিবির করা হয় একাধিক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই জরুরি হয়ে পড়েছে । সেই অবস্থায় এই ধরনের শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। অথচ ব্লাড ব্যাঙ্কগুলিতে যে রক্ত মজুত ছিল তা কমতে শুরু করেছে। এর ফলে শিগগিরই রক্তের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কলেজ ।

জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, রাজ্য সরকার এবিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে । অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পক্ষে যুবকদের অনুরোধ করা হয়েছে, যাঁরা রক্ত দিতে ইচ্ছুক তাঁরা দুজন করে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিয়ে যেতে পারবেন। এর জন্য ব্লাড ব্যাংকে বিশেষ সুবিধে রাখা হয়েছে বলে জানানো হয়েছে মেডিকেল কলেজের তরফে।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.