বাঁকুড়া, 2 নভেম্বর: রাস্তা সংস্কারের দাবিতে এবার পথে নামল মহিলারা (Women agitation in Bankura) । টানা চার দিন ধরে বালি বোঝাই লরি আটকে লাগাতার পথ অবরোধে (96 hour continuous protest) সামিল হল বাঁকুড়ার শালতোড়ার শালচুড়-গোপালনগর গ্রামের সম্মিলীত প্রমিলা বাহিনী । মেজিয়া-শালতোড়া সীমান্তবর্তী কালিদাসপুর কোলিয়ারির কাটাঘর সংলগ্ন রাস্তায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার সকাল থেকে বালি বোঝাই কয়েকশো লরি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । বুধবার সকালে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ।
জানা গিয়েছে, দামোদর নদের বাকুলিয়া ঘাটে দুটি বেসরকারি সংস্থা নদী সংস্কারের কাজ শুরু করেছে । নদী সংস্কারের নামে উত্তোলিত বালি, পলি অবৈধভাবে পাচারের কাজে শালতোড়ার বাকুলিয়া থেকে কালিদাসপুর মোড় প্রর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তাটি ব্যবহার করছে বলে অভিযোগ স্থানীয়দের । প্রতিদিন অসংখ্য বালি-পলি বোঝাই লরি যাতায়াতের ফলে ওই রাস্তা যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলেও তারা অভিযোগ করেন ।
আরও অভিযোগ, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে গ্রামে অ্যাম্বুল্যান্স পর্যন্ত পৌঁছচ্ছে না । এমনকী প্রায়শই ঘটছে ছোটো-বড় দুর্ঘটনা । এই অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার পথ অবরোধে সামিল হয়েছে গ্রামের মহিলারা । বুধবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন বিধায়ক চন্দনা বাউরি। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন ।
অপরদিকে শালতোড়া বিডিও মানসকুমার গিরি জানান, স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রজেক্টে কাজ চাইছেন ৷ কিন্তু সেটা তাদের হাতে নেই ৷ তবুও তাদের সঙ্গে আলোচনা করে দেখবেন ৷ তিনি আরও জানান, লিগাল টেন্ডার নিয়ে বালি উত্তোলিত হচ্ছে ৷ তবুও অভিযোগগুলি তারা খতিয়েও দেখেছেন ৷ রাস্তার ব্যাপারে তারা কথা বলবেন সংশ্লিষ্ট দফতরের সঙ্গে ।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ শালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরির অভিযোগ শাসক দলের মদতেই অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে ৷ আর বালি বোঝাই ট্রাকগুলি পেরোনোর জেরে দীর্ঘ ছয় কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে ।
আরও পড়ুন: তান্ত্রিকের প্ররোচনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, 14 দিনের জেল হেফাজত অভিযুক্ত শিক্ষকের
অপরদিকে শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ মণ্ডল জানান, বিধায়িকা মাঝেমাঝে নাটক করতে চলে আসেন ৷ মানুষের কাজে তাঁকে কখন দেখা যায় না । স্থানীয়রা বেহাল রাস্তা নিয়ে যে দাবি করছেন তা প্রাসঙ্গিক ৷ কিন্তু এই রাস্তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কোলিয়ারি কর্তৃপক্ষের ।