বাঁকুড়া, 27 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে ত্রাণ তহবিল খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সাধারণের সুরক্ষার খাতিরে পেনশন অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা দান করলেন জঙ্গলমহলের ঊষা রানি দাস । বয়স 67, রানিবাঁধ থানার আখকুটা গ্রামের বাসিন্দা । স্বামী ছিলেন ডাবরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক । 2010 সালে তিনি মারা যান ।
ঊষাদেবী জানান, তিনি ফ্যামিলি পেনশন পান । ছেলেরা বর্তমানে প্রতিষ্ঠিত । মায়ের পেনশনের টাকার প্রয়োজন তাঁদের হয় না । তাই তিনি 5 লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।
ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার পর তিনি সাংবাদিককে জানান, "গোটা দেশ তথা রাজ্যজুড়ে লকডাউন পরিস্থিতিতে 67 মুখ্যমন্ত্রী যেভাবে তৎপর হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাতে আমি অভিভূত । আমাদের ওঁর পাশে দাঁড়ানো উচিত। "
ঊষাদেবীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, যে ব্যাঙ্ক থেকে টাকা পাঠিয়েছেন তার ম্যানেজার । তিনি বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন । এই পরিস্থিতিতে দুস্থদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন ওই ভদ্রমহিলা । দিয়েছেন অর্থ ৷ এই উদ্যোগ প্রশংসার যোগ্য ৷