ETV Bharat / state

তারকা সাংসদ দেব প্রচারে নামতেই খেলা হবে স্লোগানে ভরে উঠল জঙ্গলমহলের জনসভা

এই জনসভায় বক্তব্য রাখতে উঠে দেব বলেন, "আজ খেলা চলছে ধর্ম নিয়ে । কে হিন্দু কে মুসলিম তা নিয়ে ভোট ভাগ করা হচ্ছে । আমাদের দল ধর্ম নিয়ে রাজনীতি করে না । আমাদের দল মানুষকে শান্তিতে রাখার রাজনীতি করে । আমি গর্ব করে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ । আমাদের দলে ধর্মের কোনও স্থান নেই । মানুষের উন্নয়নের জন্য আমাদের দল রাজনীতি করে । "

তৃণমূল সাংসদ দেব
তৃণমূল সাংসদ দেব
author img

By

Published : Mar 19, 2021, 7:02 PM IST

বাঁকুড়া, 19 মার্চ : খেলা হবে আর খেলা শেষ হবে এই দুই শ্লোগানে ভর করেই বাঁকুড়ার জঙ্গলমহলে দলের প্রচার সারলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব । আজ বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডীর সমর্থনে জনসভা করেন দেব । তারকা সাংসদ দেব কে দেখতে কার্যত ভির উপচে পরেছিল এই জনসভায় ।

এই জনসভায় বক্তব্য রাখতে উঠে দেব বলেন, "আজ খেলা চলছে ধর্ম নিয়ে । কে হিন্দু কে মুসলিম তা নিয়ে ভোট ভাগ করা হচ্ছে । আমাদের দল ধর্ম নিয়ে রাজনীতি করে না । আমাদের দল মানুষকে শান্তিতে রাখার রাজনীতি করে । আমি গর্ব করে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ । আমাদের দলে ধর্মের কোনও স্থান নেই । মানুষের উন্নয়নের জন্য আমাদের দল রাজনীতি করে । "

দেব প্রচারে নামতেই খেলা হবে স্লোগানে ভরে উঠল জঙ্গলমহলের জনসভা

তৃণমূলের নানা উন্নয়ন মূলক কাজের উল্লেখ করে এই জনসভা থেকে দেব সকলের উদ্দেশ্য বলেন , "27 মার্চ বাঁকুড়ায় নির্বাচন । যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং আমাদের প্রার্থী জ্যোৎস্না মান্ডী আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে আপনারা আমাদের প্রার্থীকে এবং আমাদের নেত্রীকে জয়যুক্ত করবেন । "

আরও পড়ুন : ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড স্ট্রোকে টেনিস কোর্ট মাতালেন সায়ন্তিকা

এদিন দেব আরও বলেন, "এখন খেলা হবে আর খেলা শেষ হবে এই নিয়ে রাজনীতি চলছে । আমি এইসব বুঝতে পারছি না কারন আমি একদমই রাজনীতির বাইরে । আমার মনে হয় যারা মানুষকে ভালোবাসবে,ভালো রাখবে, মা বোনেদের ভালো রাখবে, তাঁদের উন্নয়নের পথে নিয়ে যাবে, তাদের খেলা হবে । আর যারা ধর্ম নিয়ে রাজনীতি ও হিন্দু মুসলিম ভাগ করে ভোট নেবে তাদের খেলা শেষ হবে ।"

বাঁকুড়া, 19 মার্চ : খেলা হবে আর খেলা শেষ হবে এই দুই শ্লোগানে ভর করেই বাঁকুড়ার জঙ্গলমহলে দলের প্রচার সারলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব । আজ বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডীর সমর্থনে জনসভা করেন দেব । তারকা সাংসদ দেব কে দেখতে কার্যত ভির উপচে পরেছিল এই জনসভায় ।

এই জনসভায় বক্তব্য রাখতে উঠে দেব বলেন, "আজ খেলা চলছে ধর্ম নিয়ে । কে হিন্দু কে মুসলিম তা নিয়ে ভোট ভাগ করা হচ্ছে । আমাদের দল ধর্ম নিয়ে রাজনীতি করে না । আমাদের দল মানুষকে শান্তিতে রাখার রাজনীতি করে । আমি গর্ব করে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ । আমাদের দলে ধর্মের কোনও স্থান নেই । মানুষের উন্নয়নের জন্য আমাদের দল রাজনীতি করে । "

দেব প্রচারে নামতেই খেলা হবে স্লোগানে ভরে উঠল জঙ্গলমহলের জনসভা

তৃণমূলের নানা উন্নয়ন মূলক কাজের উল্লেখ করে এই জনসভা থেকে দেব সকলের উদ্দেশ্য বলেন , "27 মার্চ বাঁকুড়ায় নির্বাচন । যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং আমাদের প্রার্থী জ্যোৎস্না মান্ডী আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে আপনারা আমাদের প্রার্থীকে এবং আমাদের নেত্রীকে জয়যুক্ত করবেন । "

আরও পড়ুন : ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড স্ট্রোকে টেনিস কোর্ট মাতালেন সায়ন্তিকা

এদিন দেব আরও বলেন, "এখন খেলা হবে আর খেলা শেষ হবে এই নিয়ে রাজনীতি চলছে । আমি এইসব বুঝতে পারছি না কারন আমি একদমই রাজনীতির বাইরে । আমার মনে হয় যারা মানুষকে ভালোবাসবে,ভালো রাখবে, মা বোনেদের ভালো রাখবে, তাঁদের উন্নয়নের পথে নিয়ে যাবে, তাদের খেলা হবে । আর যারা ধর্ম নিয়ে রাজনীতি ও হিন্দু মুসলিম ভাগ করে ভোট নেবে তাদের খেলা শেষ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.