শালতোড়া (বাঁকুড়া), 17 মার্চ : শালতোড়ায় দিদির দূতে পথসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ যে পথসভায় নরেন্দ্র মোদি, অমিত শাহদের ডেইলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করলেন যুব তৃণমূল সভাপতি ৷ সেই সঙ্গে 2021 বিধানসভা ভোটে 250 আসন জেতার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জনসভা থেকে অভিষেকের বার্তা, আড়াইশো আসন জিতে বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে তৃণমূল ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বহিরাগত শব্দে নিশানা করেন অভিষেক ৷
আজ বাঁকুড়ার শালতোড়ার প্রার্থী সন্তোষ মণ্ডলের হয়ে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রচারের মঞ্চ থেকে এবার বিধানসভা ভোটে 250 আসনে জেতার কথা ঘোষণা করলেন যুব তৃণমূল সভাপতি ৷ তাঁর কথায়, ‘‘বাংলার বিধানসভায় এবার তৃণমূলের লক্ষ্য 250 আসন জেতা ৷ তাই শালতোড়ার তৃণমূল প্রার্থীকে জেতানোর দায়িত্ব সাধারণ মানুষের ৷’’ সেই সঙ্গে লোকসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে থেকে সুভাষ সরকারকে জেতানো, শালতোড়ার মানুষের ভুল ছিল বলে মন্তব্য করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘লোকসভায় আপনা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন ৷ কিন্তু, বাঁকুড়ায় কোনও উন্নয়নের লক্ষণ নেই ৷ সেই ভুল শুধরাতে এবার তৃণমূলের প্রার্থী সন্তোষ মণ্ডলকে ভোট দিক শালতোড়ার মানুষ ৷’’
অন্যদিকে, ফের একবার নরেন্দ্র মোদি, অমিত শাহদের বহিরাগত বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি নেতাদের ডেইলি প্যাসেঞ্জার বলে নিশানা করেন অভিষেক ৷ পাশাপাশি, নির্বাচনের সময় টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগও তুলেছেন তিনি ৷ এ নিয়ে বলতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের চাটার্ড বিমানে দিল্লি নিয়ে যাওয়ার প্রসঙ্গও টেনেছেন অভিষেক ৷ তাঁর কথায়, বিজেপির অনেক টাকা ৷ তাই চার্টার্ড বিমানে করে নেতাদের নিয়ে যায় ও নিয়ে আসে ৷ তাই পদ্মফুলের টাকা নিয়ে ঘাসফুলে ভোট দিন ৷’’
আরও পড়ুন : বহিরাগত গুন্ডারা এসে ভোট লুট করবে, আশঙ্কা মমতার
একই সঙ্গে, ইডি ও সিবিআই দিয়ে তৃণমূল নেতাদের ভোটের মুখে চাপে রাখার কৌশল নিয়েও বিজেপিকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, ভোটের সময় ইডি ও সিবিআই দিয়ে তৃণমূলের প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে ৷ অন্যদিকে, কৃষি বিল, জ্বালানির মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্র তথা বিজেপিকে আক্রমণ করেন অভিষেক ৷