ETV Bharat / state

মমতার দ্রুত সুস্থতা কামনা করলেন শাহ, কিন্তু...

author img

By

Published : Mar 15, 2021, 10:54 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, বাঁকুড়ার সভা থেকে সেই কামনাই করলেন অমিত শাহ ৷ তবে রাজ্যে যে একের পর এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ করে আসছেন দিলীপ ঘোষরা, সেই প্রসঙ্গও আজ তুলে আনেন শাহ ৷

অমিত শাহ
অমিত শাহ

খাতরা, 15 মার্চ : ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ৷ নীলবাড়ি দখলের লড়াইয়ে জোরকদমে প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ আজ বাঁকুড়ার খাতড়ায় সিধু কানু স্টেডিয়ামে সভা করেন অমিত শাহ ৷ আজকেই প্রথম মমতার পায়ে চোট নিয়ে মুখ খুললেন শাহ ৷ সরব হলেন রাজ্যে বাড়তে থাকা রাজনৈতিক হিংসা নিয়ে ৷ একের পর এক বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে বলে দিলীপ ঘোষরা যে অভিযোগ তুলে আসছেন, সেই কথা আজ আরও একবার উঠে এল অমিত শাহর বক্তৃতায় ৷

রানিবাঁধের সভায় অমিত শাহ বলেন, "মমতাজির পায়ে চোট লেগেছে ৷ এখনও জানা যায়নি কীভাবে তিনি এই চোট পেলেন ৷ তৃণমূল বলছে ষড়যন্ত্র করা হয়েছে ৷ অথচ, নির্বাচন কমিশন বলছে এটি একটি দুর্ঘটনা ৷" তিনি মমতাকে উদ্দেশ করে বলেন, "দিদি আপনি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছেন ৷ আপনি আপনার পায়ের চোট নিয়ে চিন্তিত ৷ কিন্তু আমার দলের যে 130 জন কর্মীকে হত্যা করা হয়েছে, তাঁদের মায়ের দুঃখটা নিয়ে আপনি উদ্বিগ্ন নন ৷"

অমিত শাহ বলেন, " আমি প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷ কিন্তু আপনি যদি আমার দলের কর্মীরা যারাঁ হিংসায় প্রাণ হারিয়েছেন, তাঁদের কথা একটু ভাবতেন, তাহলে ভালো হত ৷"

মমতার সুস্থতা কামনা করেও 130 জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার শিকার হওয়ার কথা স্মরণ করালেন শাহ

আরও পড়ুন : তৃণমূলের থেকে বাম শাসনকাল ভালো ছিল : অমিত শাহ

একইসঙ্গে কাটমানি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা করলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । এর পাশাপাশি রাজ্যে বিজেপির সরকার এলে জঙ্গলমহলের মানুষের জন্য সেই সরকার যে কল্পতরু হয়ে উঠবে এদিন তারও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ ।

বিজেপি সরকারে এলে জঙ্গলমহলের প্রতিটি পঞ্চায়েতে একটি করে মডেল স্কুল, প্রতি ঘরে নল বাহিত পানীয় জল, প্রত্যেকের ব্যাঙ্ক আকাউন্টে কিষাণ সম্মান নিধির বকেয়া থাকা 16 হাজার করে টাকা ও বাড়িতে বাড়িতে গিয়ে জঙ্গলের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দেন অমিত শাহ । গন্ধেশ্বরী ও দারকেশ্বর নদের উপর বাঁধ নির্মান করে জেলার বিস্তীর্ণ এলাকা সেচ সেবিত করে তোলার আশ্বাসও এদিন দিয়েছেন অমিত শাহ ৷

খাতরা, 15 মার্চ : ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ৷ নীলবাড়ি দখলের লড়াইয়ে জোরকদমে প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ আজ বাঁকুড়ার খাতড়ায় সিধু কানু স্টেডিয়ামে সভা করেন অমিত শাহ ৷ আজকেই প্রথম মমতার পায়ে চোট নিয়ে মুখ খুললেন শাহ ৷ সরব হলেন রাজ্যে বাড়তে থাকা রাজনৈতিক হিংসা নিয়ে ৷ একের পর এক বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে বলে দিলীপ ঘোষরা যে অভিযোগ তুলে আসছেন, সেই কথা আজ আরও একবার উঠে এল অমিত শাহর বক্তৃতায় ৷

রানিবাঁধের সভায় অমিত শাহ বলেন, "মমতাজির পায়ে চোট লেগেছে ৷ এখনও জানা যায়নি কীভাবে তিনি এই চোট পেলেন ৷ তৃণমূল বলছে ষড়যন্ত্র করা হয়েছে ৷ অথচ, নির্বাচন কমিশন বলছে এটি একটি দুর্ঘটনা ৷" তিনি মমতাকে উদ্দেশ করে বলেন, "দিদি আপনি হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছেন ৷ আপনি আপনার পায়ের চোট নিয়ে চিন্তিত ৷ কিন্তু আমার দলের যে 130 জন কর্মীকে হত্যা করা হয়েছে, তাঁদের মায়ের দুঃখটা নিয়ে আপনি উদ্বিগ্ন নন ৷"

অমিত শাহ বলেন, " আমি প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷ কিন্তু আপনি যদি আমার দলের কর্মীরা যারাঁ হিংসায় প্রাণ হারিয়েছেন, তাঁদের কথা একটু ভাবতেন, তাহলে ভালো হত ৷"

মমতার সুস্থতা কামনা করেও 130 জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার শিকার হওয়ার কথা স্মরণ করালেন শাহ

আরও পড়ুন : তৃণমূলের থেকে বাম শাসনকাল ভালো ছিল : অমিত শাহ

একইসঙ্গে কাটমানি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা করলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । এর পাশাপাশি রাজ্যে বিজেপির সরকার এলে জঙ্গলমহলের মানুষের জন্য সেই সরকার যে কল্পতরু হয়ে উঠবে এদিন তারও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ ।

বিজেপি সরকারে এলে জঙ্গলমহলের প্রতিটি পঞ্চায়েতে একটি করে মডেল স্কুল, প্রতি ঘরে নল বাহিত পানীয় জল, প্রত্যেকের ব্যাঙ্ক আকাউন্টে কিষাণ সম্মান নিধির বকেয়া থাকা 16 হাজার করে টাকা ও বাড়িতে বাড়িতে গিয়ে জঙ্গলের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দেন অমিত শাহ । গন্ধেশ্বরী ও দারকেশ্বর নদের উপর বাঁধ নির্মান করে জেলার বিস্তীর্ণ এলাকা সেচ সেবিত করে তোলার আশ্বাসও এদিন দিয়েছেন অমিত শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.