ETV Bharat / state

Bankura Cannel: মুহূর্তেই ধসে পড়তে পারে স্কুল ! গ্রামবাসীর দিন কাটছে চরম অনিশ্চয়তায় - Check Dam

স্কুলের ঠিক পাশে তৈরি হয়েছে প্রায় 200 ফুট উঁচু একটি খাড়াই খাল । রাস্তা একটাই, যা দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীকে (Bankura Cannel) ৷ খাড়াই খাল চলাচলের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ গ্রামবাসীর আর্জি একটা চেক ড্যাম তৈরির (Villagers Demand Construction of Check Dam) ৷

Bankura Canel
সমস্যায় গ্রামবাসী, চেক ড্যাম তৈরির আর্জি
author img

By

Published : Nov 9, 2022, 2:13 PM IST

Updated : Nov 9, 2022, 2:46 PM IST

বাঁকুড়া, 9 নভেম্বর: বর্ষা এলেই চোখে নেমে আসে অন্ধকার । মানুষগুলোর দিনগুোনা শুরু হয় আজ আছি কাল নেই অস্তিত্বে । শুধু বর্ষা বললে ভুল হবে, বছরভরই চরম সমস্যায় দিন কাটাতে হয় গ্রামবাসী এবং স্কুল পড়ুয়াদের (Villagers Demand Construction of check Dam)। বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার প্রান্তিক গ্রাম পুনিশোল ৷ আর এই গ্রামেরই জিড়রী পাড়ার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ক্যানেল ৷ আর এই ক্যানেলের ঠিক পাড়ে অবস্থিত জিড়রী পাড়া প্রাথমিক বিদ্যালয় ।

গ্রামের সব চাইতে নিচু জায়গা হওয়ায় সারাগ্রামের জল বর্ষাকালে এই স্কুল সংলগ্ন জায়গা দিয়ে পার হয় ৷ তার জেরে স্কুলের ঠিক পাশে তৈরি হয়েছে প্রায় 200 ফুট উঁচু একটি খাড়াই খাল । ক্যানেলের ওপারেই গ্রামের সব মানুষের চাষযোগ্য জমিগুলি অবস্থিত তাই এই সময়টা ফসল তোলার জন্য চরম বেগ পেতে হচ্ছে গ্রামবাসীদের । একটাই রাস্তা যা দিয়ে পুরো মাঠের ফসলকে গ্রামে তুলতে হয় কিন্তু অন্তরায় খাঁড়াই খাল ৷ বিকল্প রাস্তা থাকলেও তা 6 কিলোমিটার ঘুরপথে আসতে হয়, তাই এই রাস্তায় আসা ছাড়া আর করার কিছু নেই । এই রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারের জেরে পূর্বে ঘটে গিয়েছে অনেক বিপত্তি ৷ শুধু তাই নয়, এই ক্যানেলের ঠিক পারে হাইটেনশেন বৈদ্যুতিক খুঁটি থাকায় বর্ষায় সময় বিদ্যুৎপৃষ্ট হওয়ারও ভয় আছে বলেও জানাচ্ছেন গ্রামবাসী । এর ঠিক পাশে প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীদের ওই খাঁড়াই খালে পড়ে জীবনহানির আশঙ্কা আছে বলেও জানাচ্ছেন স্কুলশিক্ষক এবং গ্রামবাসী ।

সমস্যায় গ্রামবাসী, চেক ড্যাম তৈরির আর্জি

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রামবাসীদের দাবি, তাঁরা এই সমস্যার কথা নিয়ে প্রশাসনের একাধিক স্তরে বারে বারে দ্বারস্থ হলেও মেলেনি কোনও সুরাহা । ক্যানেলের ঠিক পারে স্কুল বিল্ডিং হওয়ায় জলের স্রোতে মাটির স্তর ক্ষয়ে যাচ্ছে ৷ যেকোনও দিন আস্ত স্কুল বাড়িও ধসে পড়তে পারে ৷ এই অবস্থায় খুব চিন্তায় দিন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা ৷ তাঁরা চায় একটা স্থায়ী সমাধান ৷ যদি সাধারণ মানুষের কথা চিন্তা করে পাকাপোক্ত একটা চেক ড্যাম (Check Dam) তৈরি করা হয় তাহলে হয়ত এই সমস্যা থেকে অব্যাহতি মিলবে বলেই জানাচ্ছেন গ্রামবাসী ।

আরও পড়ুন: ভোঁপুরে সরকারি স্কুলের অবস্থা বেহাল, আতঙ্কিত পড়ুয়ারা

এ বিষয়ে স্থানীয় পুনিশোল পঞ্চায়েত প্রধান রেজাউল হক মণ্ডল জানান, তাঁরা অনেকবার লিখিত আকারে জেনেছেন বিষয়টি ৷ উপরমহলে বিষয়টি জানানো হয়েছে ৷ চেষ্টা করা হচ্ছে যাতে একটা চেক ড্যাম তৈরি হয় । এখন শুধু সময়ের অপেক্ষা ৷ আদেও কি স্কুল ছাত্রছাত্রী এবং গ্রামবাসীরা এই সমস্যা থেকে অব্যাহতি পাবে, নাকি তাঁদের সমস্যা তিমিরেই রয়ে যাবে ।

বাঁকুড়া, 9 নভেম্বর: বর্ষা এলেই চোখে নেমে আসে অন্ধকার । মানুষগুলোর দিনগুোনা শুরু হয় আজ আছি কাল নেই অস্তিত্বে । শুধু বর্ষা বললে ভুল হবে, বছরভরই চরম সমস্যায় দিন কাটাতে হয় গ্রামবাসী এবং স্কুল পড়ুয়াদের (Villagers Demand Construction of check Dam)। বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার প্রান্তিক গ্রাম পুনিশোল ৷ আর এই গ্রামেরই জিড়রী পাড়ার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ক্যানেল ৷ আর এই ক্যানেলের ঠিক পাড়ে অবস্থিত জিড়রী পাড়া প্রাথমিক বিদ্যালয় ।

গ্রামের সব চাইতে নিচু জায়গা হওয়ায় সারাগ্রামের জল বর্ষাকালে এই স্কুল সংলগ্ন জায়গা দিয়ে পার হয় ৷ তার জেরে স্কুলের ঠিক পাশে তৈরি হয়েছে প্রায় 200 ফুট উঁচু একটি খাড়াই খাল । ক্যানেলের ওপারেই গ্রামের সব মানুষের চাষযোগ্য জমিগুলি অবস্থিত তাই এই সময়টা ফসল তোলার জন্য চরম বেগ পেতে হচ্ছে গ্রামবাসীদের । একটাই রাস্তা যা দিয়ে পুরো মাঠের ফসলকে গ্রামে তুলতে হয় কিন্তু অন্তরায় খাঁড়াই খাল ৷ বিকল্প রাস্তা থাকলেও তা 6 কিলোমিটার ঘুরপথে আসতে হয়, তাই এই রাস্তায় আসা ছাড়া আর করার কিছু নেই । এই রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারের জেরে পূর্বে ঘটে গিয়েছে অনেক বিপত্তি ৷ শুধু তাই নয়, এই ক্যানেলের ঠিক পারে হাইটেনশেন বৈদ্যুতিক খুঁটি থাকায় বর্ষায় সময় বিদ্যুৎপৃষ্ট হওয়ারও ভয় আছে বলেও জানাচ্ছেন গ্রামবাসী । এর ঠিক পাশে প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীদের ওই খাঁড়াই খালে পড়ে জীবনহানির আশঙ্কা আছে বলেও জানাচ্ছেন স্কুলশিক্ষক এবং গ্রামবাসী ।

সমস্যায় গ্রামবাসী, চেক ড্যাম তৈরির আর্জি

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রামবাসীদের দাবি, তাঁরা এই সমস্যার কথা নিয়ে প্রশাসনের একাধিক স্তরে বারে বারে দ্বারস্থ হলেও মেলেনি কোনও সুরাহা । ক্যানেলের ঠিক পারে স্কুল বিল্ডিং হওয়ায় জলের স্রোতে মাটির স্তর ক্ষয়ে যাচ্ছে ৷ যেকোনও দিন আস্ত স্কুল বাড়িও ধসে পড়তে পারে ৷ এই অবস্থায় খুব চিন্তায় দিন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা ৷ তাঁরা চায় একটা স্থায়ী সমাধান ৷ যদি সাধারণ মানুষের কথা চিন্তা করে পাকাপোক্ত একটা চেক ড্যাম (Check Dam) তৈরি করা হয় তাহলে হয়ত এই সমস্যা থেকে অব্যাহতি মিলবে বলেই জানাচ্ছেন গ্রামবাসী ।

আরও পড়ুন: ভোঁপুরে সরকারি স্কুলের অবস্থা বেহাল, আতঙ্কিত পড়ুয়ারা

এ বিষয়ে স্থানীয় পুনিশোল পঞ্চায়েত প্রধান রেজাউল হক মণ্ডল জানান, তাঁরা অনেকবার লিখিত আকারে জেনেছেন বিষয়টি ৷ উপরমহলে বিষয়টি জানানো হয়েছে ৷ চেষ্টা করা হচ্ছে যাতে একটা চেক ড্যাম তৈরি হয় । এখন শুধু সময়ের অপেক্ষা ৷ আদেও কি স্কুল ছাত্রছাত্রী এবং গ্রামবাসীরা এই সমস্যা থেকে অব্যাহতি পাবে, নাকি তাঁদের সমস্যা তিমিরেই রয়ে যাবে ।

Last Updated : Nov 9, 2022, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.