ETV Bharat / state

BJP -কে ভোট দেওয়ার নির্দেশ ? সেক্টর অফিসারের গাড়ি ভাঙচুর - jaipur

বুথে ঢুকে না কি ভোটারদের BJP-কে ভোট দেওয়ার কথা বলেছিলেন সেক্টর অফিসার । এমন অভিযোগ গ্রামবাসীদের একাংশের । এরপর অফিসারের গাড়ি ভাঙচুর করে তারা ।

সেক্টর অফিসারের গাড়ি ভাঙচুর
author img

By

Published : May 12, 2019, 11:10 PM IST

Updated : May 12, 2019, 11:40 PM IST

বিষ্ণুপুর, 12 মে : বুথে ঢুকে BJP-কে ভোট দিতে বলেন এক সেক্টর অফিসার, এমনই অভিযোগ করেছে গ্রামবাসীরা । আর তারপর তাঁকে পড়তে হয় ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে । ঘটনাটি জয়পুর ব্লকের যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের 202 নম্বর বুথের ।

অন ইলেকশন ডিউটি লেখা গাড়ি নিয়ে আজ বুথে আসেন ওই সেক্টর অফিসার । এরপর বুথে ঢুকে ভোটারদের BJP-র হয়ে ভোট দেওয়ার কথা বলেন বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের । আর তাতেই তারা ক্ষিপ্ত হয়ে অফিসারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় জয়পুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

দেখুন ভিডিয়ো

বিষ্ণুপুরের SDO মানস মণ্ডল বলেন, "BJP-র লোক ভেবে গ্রামবাসীদের একাংশ ওই সেক্টর অফিসারকে আক্রমণ করে । তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে । পরে জয়পুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।"

বিষ্ণুপুর, 12 মে : বুথে ঢুকে BJP-কে ভোট দিতে বলেন এক সেক্টর অফিসার, এমনই অভিযোগ করেছে গ্রামবাসীরা । আর তারপর তাঁকে পড়তে হয় ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে । ঘটনাটি জয়পুর ব্লকের যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের 202 নম্বর বুথের ।

অন ইলেকশন ডিউটি লেখা গাড়ি নিয়ে আজ বুথে আসেন ওই সেক্টর অফিসার । এরপর বুথে ঢুকে ভোটারদের BJP-র হয়ে ভোট দেওয়ার কথা বলেন বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের । আর তাতেই তারা ক্ষিপ্ত হয়ে অফিসারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় জয়পুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

দেখুন ভিডিয়ো

বিষ্ণুপুরের SDO মানস মণ্ডল বলেন, "BJP-র লোক ভেবে গ্রামবাসীদের একাংশ ওই সেক্টর অফিসারকে আক্রমণ করে । তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে । পরে জয়পুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।"

Intro:বিষ্ণুপুর লোকসভার জয়পুর ব্লকের 202 নম্বর যাদব নগর প্রাথমিক বিদ্যালয় এর বুথে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর।

Body:অন ইলেকশন ডিউটি লিখা গাড়ি নিয়ে ভোট গ্রহন কেন্দ্রে ঢুকে ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলে বিক্ষোভের মুখে এক প্রিজাইডিং অফিসার। জয়পুর ব্লকের যাদবনগর ২০২ নাম্বার বুথে ঢুকে ভোটারদের বিজেপির হয়ে ভোট করার চেষ্টা করে বলে অভিয়োগ। খবর পেয়ে বুথে ক্যমেরা পৌঁছালে পালানোর চেষ্টা করে ওই অফিসার। পালাতে গিয়ে ভোটার দের বিক্ষোভের মুখে পরেন গাড়ি সহ ওই অভিযুক্ত অফিসার। ভোটার ও গ্রামবাসীদের ছোড়া ইটের তারা খেয়ে পালিয়ে যান তিনি।Conclusion:তৃণমূল সূত্রে জানানো হয়েছে বিজেপির লোক ভেবে তারা এরকম ঘটনা ঘটিয়েছে।
Last Updated : May 12, 2019, 11:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.