বাঁকুড়া , 24 এপ্রিল : জেলার বিভিন্ন জায়গায় রেশন সামগ্রী কম পরিমাণে দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল ৷ আর এবার রেশনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুললেন খাতড়ার বাসিন্দারা । এর প্রতিবাদে গতকাল রেশন ডিলারের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷
বাঁকুড়ার খাতড়া মহকুমার বারিকুল থানার মৌলাশোল, মেলেড়া ও লুড়কা গ্রামে রেশন গ্রাহকদের বরাদ্দের তুলনায় কম পরিমাণ রেশন দ্রব্যের টোকেন দেওয়া হয় বলে অভিযোগ । মাথাপিছু পাঁচ কেজি চাল ও এক কেজি আটা দেওয়া হলে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা । এরপর লুড়কা গ্রামে রেশন ডিলারের বাড়ির কাছে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের আরও অভিযোগ, এই বিষয়ে সম্পর্কে ফুড ইন্সপেক্টর সবকিছু জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছেন না । গতকাল রাত 11টা পর্যন্ত এই বিক্ষোভ চলে । বারিকুল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এরপর আজ সকালেও বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । পরে ব্লক প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয় মাথাপিছু চার কেজি চাল এবং তিন কেজি আটা দেওয়া হবে । সেই আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা ।
চলতি মাসে জেলার বিভিন্ন জায়গায় বণ্টনের তুলনায় কম রেশন দেওয়ার কারণে বিক্ষোভের ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপের অভাব রয়েছে ৷ অভিযোগ জেলা BJP-র তরফে । অন্যদিকে, BJP-র অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল ।