বাঁকুড়া, 8 নভেম্বর: গাল ভরা প্রতিশ্রুতি মিলেছিল ভূরি ভূরি । কিন্তু অন্ধকার কাটেনি । সংবাদমাধ্যমের খবরের জেরে এবার আশার আলো দেখতে পাচ্ছেন বাঁকুড়ার বিভীষণ হাঁসদা এবং তাঁর পরিবারের লোকজন । বিভীষণের মেয়ের চিকিৎসা করাতে উদ্যোগী হল রাজ্য সরকার ।
একদিন আগেই, ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে হতাশা উগরে দিয়েছিলেন বিভীষণ । জানিয়েছিলেন, ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ বিভীষণের বাড়িতে পাত পেড়ে খেয়েছিলেন । প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভীষণের ডায়াবিটিস এবং থাইরয়েড আক্রান্ত মেয়ের চিকিৎসার খরচ চালানোর ।
আরও পড়ুন: Amit Shah: ভোটের আগে ‘শাহি’ প্রতিশ্রুতি, অমিতকে ভোজ খাইয়েও তিমিরে বিভীষণ
তারপর প্রথম কিছুদিন সাহায্য মিললেও, বিগত কয়েক মাসে বিজেপির তরফে সাড়শব্দ মেলেনি বলে অভিযোগ বিভীষণের । বাড়ি বয়ে গিয়ে তৃণমূলের নেতারাও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু কিছুদিন চলার পর সেখান থেকেও সাহায্য আসা বন্ধ হয়ে যায় বলে জানান তিনি ।
এর পরই সোমবার রাজ্য সরকারের ব্লক প্রশাসন বিভীষণের সাহায্যে এগিয়ে আসে । এদিন দুপুর 1টা নাগাদ বিভীষণের চতুর্ডিহির বাড়িতে হাজির হন বাঁকুড়া 1 নম্বর ব্লকের স্বাস্থ্য এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক । স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুণ্ডু সেখানে বিভীষণ-কন্যা রচনাকে ইঞ্জেকশন দেন ।
আরও পড়ুন: Taldangra Tourism: তালডাংরার পর্যটন ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা এলাকার বিধায়কের
ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে অরিজিৎ বলেন, ‘‘বিভীষণবাবুর মেয়ে টাইপ ওয়ান ডায়বিটিসে আক্রান্ত ৷ রোজ ওকে ইনসুলিন দিতে হবে ৷ আজ ইনসুলিন এবং ভোগস নামের একটি ওষুধ দেওয়া হয়েছে মেয়েটিকে ৷’’
1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন চৌধুরী বলেন, ‘‘আজ বিভীষণবাবুর পরিবারের সঙ্গে দেখা করলাম ৷ ওই পরিবার যাতে রাজ্য সরকারের কোনও প্রকল্প থেকে বঞ্চিত না হয় দেখছি আমি ৷ যে কোনও সমস্যায় আমরা পাশে আছি ৷’’
এনিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে সাহায্য না করার অভিযোগ এর আগে উড়িয়ে দিয়েছিল তারা । বরং সব ব্যবস্থা করে রাখা সত্ত্বেও বিভীষণ এবং তাঁর পরিবারের সদস্যরাই সাহায্য নিতে যাননি বলে দাবি করা হয় বিজেপির তরফ থেকে ।