ETV Bharat / state

Industrial Accident at Bankura: বড়জোড়ার কারখানায় মঙ্গলবারের দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের, সংকটজনক আরও তিন - Bankura factory accident

বাঁকুড়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ৷ তিনজনের অবস্থা আশংকাজনক ৷ তাঁরা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভরতি ৷

Industrial Accident at Bankura
বাঁকুড়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনা
author img

By

Published : May 31, 2023, 2:42 PM IST

বাঁকুড়ার বেসরকারি কারখানার দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের

দুর্গাপুর, 31 মে: মঙ্গলবার বাঁকুড়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনায় দগ্ধ শ্রমিকদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে ৷ তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক ৷ মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ওই দুই শ্রমিকের । আশংকাজনক আরও তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত দুই শ্রমিকের নাম মহম্মদ আজিজ (36 বছর), রমেশ কুমার(38 বছর) । তাঁদের দু'জনের বাড়ি বিহার রাজ্যের মুজফ্ফরপুরে ও সমস্তিপুরে বলে জানা গিয়েছে । বুধবার সকাল থেকে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের বাইরে শ্রমিক পরিবারের লোকজন ভিড় করতে থাকেন ।

প্রসঙ্গত, মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়ার একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় বয়লার ফেটে ল্যাডেলের উত্তপ্ত গলিত তরল লোহা ছিটকে ঝলসে যায় 15 জন শ্রমিক। তাদের মধ্যে 14 জন শ্রমিককে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। গতকালই দগ্ধ শ্রমিকদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল মেডিকেল টিম । কিন্তু দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার চিকিৎসক দুর্গাদাস রায় বলেন, "14 জন শ্রমিককে নিয়ে আসা হয়েছে দগ্ধ অবস্থায় তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। বাকিদেরকেও আমাদের মেডিকেল টিম নজরে রেখেছে । পাঁচজনকে দ্রুত আইসিইউতে রাখতে হয় ।"

আরও পড়ুন: বাঁকুড়ার বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে বিপত্তি, দগ্ধ 15 শ্রমিক

মঙ্গলবার বেসরকারি কারখানায় শ্রমিকরা যখন কাজ করছিলেন সেই সময় ক্রেনের লোহার শিকলে বাঁধা ল্যাডারে উত্তপ্ত গলিত তরল লোহা ছিল । সেই শিকল ছিঁড়ে যেতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা । গলিত তরল উত্তপ্ত লোহা শ্রমিকদের গায়ে ছিটকে পড়ে । দ্রুত 15 জন শ্রমিককে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে । কিন্তু সেখানে তাঁদের অবস্থার অবনতি ঘটে ৷ যার কারণে 14 জন শ্রমিককে দ্রুত পাঠানো হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে রাতেই দু'জন শ্রমিকের মৃত্যু হয় ।

বাঁকুড়ার বেসরকারি কারখানার দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের

দুর্গাপুর, 31 মে: মঙ্গলবার বাঁকুড়ার বেসরকারি কারখানায় দুর্ঘটনায় দগ্ধ শ্রমিকদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে ৷ তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক ৷ মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ওই দুই শ্রমিকের । আশংকাজনক আরও তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত দুই শ্রমিকের নাম মহম্মদ আজিজ (36 বছর), রমেশ কুমার(38 বছর) । তাঁদের দু'জনের বাড়ি বিহার রাজ্যের মুজফ্ফরপুরে ও সমস্তিপুরে বলে জানা গিয়েছে । বুধবার সকাল থেকে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের বাইরে শ্রমিক পরিবারের লোকজন ভিড় করতে থাকেন ।

প্রসঙ্গত, মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়ার একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় বয়লার ফেটে ল্যাডেলের উত্তপ্ত গলিত তরল লোহা ছিটকে ঝলসে যায় 15 জন শ্রমিক। তাদের মধ্যে 14 জন শ্রমিককে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। গতকালই দগ্ধ শ্রমিকদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল মেডিকেল টিম । কিন্তু দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার চিকিৎসক দুর্গাদাস রায় বলেন, "14 জন শ্রমিককে নিয়ে আসা হয়েছে দগ্ধ অবস্থায় তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। বাকিদেরকেও আমাদের মেডিকেল টিম নজরে রেখেছে । পাঁচজনকে দ্রুত আইসিইউতে রাখতে হয় ।"

আরও পড়ুন: বাঁকুড়ার বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে বিপত্তি, দগ্ধ 15 শ্রমিক

মঙ্গলবার বেসরকারি কারখানায় শ্রমিকরা যখন কাজ করছিলেন সেই সময় ক্রেনের লোহার শিকলে বাঁধা ল্যাডারে উত্তপ্ত গলিত তরল লোহা ছিল । সেই শিকল ছিঁড়ে যেতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা । গলিত তরল উত্তপ্ত লোহা শ্রমিকদের গায়ে ছিটকে পড়ে । দ্রুত 15 জন শ্রমিককে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে । কিন্তু সেখানে তাঁদের অবস্থার অবনতি ঘটে ৷ যার কারণে 14 জন শ্রমিককে দ্রুত পাঠানো হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে রাতেই দু'জন শ্রমিকের মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.