বাঁকুড়া, 3 মে : পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের ৷ আহত আরও একজন ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সিকদারি এলাকায় (two died in a road accident in Bankura Indas) ৷ মৃতরা হলেন শেখ রেজাউল (19) ও মঙ্গলা সাঁতরা (52) ৷ রেজাউলের বাড়ি সাঁওতারি এলাকায় ৷ মঙ্গলা সাঁতরার বাড়ি ইন্দাসের হাজরা পাড়ায় ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷
আরও পড়ুন : দুর্গাপুরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় উলটে গেল ইট বোঝাই ট্রাক্টর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঈদের নামাজ শেষ করে শেখ রেজাউল একটি বাইকে চেপে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ইন্দাস থেকে কোতুলপুরের দিকে ঘুরতে যাচ্ছিলেন ৷ সেই সময় সিকদারি মোড় এলাকায় বাসের সঙ্গে মোটর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ রেজাউল নামে ওই যুবকের ৷ এই ঘটনার সময় রাস্তার ধারে একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মঙ্গলা সাঁতরা ৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকেও ধাক্কা মারে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তাঁরও মৃত্যু হয় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ আহত ব্যক্তির নাম জানা যায়নি ৷ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷