তালডাংরা (বাঁকুড়া), 3 ডিসেম্বর : তোলা আদায় করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই যুবক । পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে । নাম বরুণ মাঝি(21) ও দুলাল দে(25) । তাদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ । সাবড়াকোন ফাঁড়ির খড়খড়ি গ্রামের ঘটনা ।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বাসিন্দা বরুণ মাঝি ও দুলাল দে । গতকাল তারা সাবড়কোন ফাঁড়ির খড়খড়ি গ্রামে আসে । সেখানে এক গ্রামবাসীকে ভয় দেখিয়ে 10 হাজার টাকা চায় । কিন্তু টাকা দিতে অস্বীকার করেন ওই গ্রামবাসী । অভিযোগ, তখনই ওই গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালায় বরুণ ও দুলাল । বন্দুকের আওয়াজ শুনে গ্রামবাসীরা বেরিয়ে আসেন । খবর দেয় পুলিশে । পরে তালডাংরা থানার পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে ।
ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপগান উদ্ধার করেছে পুলিশ । আজ তাদের খাতড়া মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের 4 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।