বাঁকুড়া, 7 সেপ্টেম্বর: বাঁকুড়ার হেভির মোড়ে সরকারি খাদ্য দফতরের কাছে এক ট্রাকচালকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল (Truck Driver Body Recovered)।
বাঁকুড়া সদর থানা এলাকার 60 নম্বর জাতীয় সড়কের উপর বিকনা এফসিআই গোডাউন থেকে রেশন দ্রব্য নিত অনেক ট্রাক । তার মধ্যেই একটি ট্রাকের এক চালকের মৃতদেহ আজ সকালে রক্তাক্ত অবস্থায় ট্রাকের নিচে পড়ে থাকতে দেখা যায় । মৃত চালকের নাম ভোলা সিং (26) ৷ জানা গিয়েছে তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে ।
স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন বাঁকুড়া (Bankura Death) সদর থানায় ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । ঠিক কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ ।
আরও পড়ুন: কলেজে অস্থায়ী কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার