পাত্রসায়ের, 7 জুলাই : দিনের পর দিন ক্রমাগত বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম । ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়েছে ৷ শতরানের দোরগোড়ায় ডিজেলও ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বাঁকুড়া জেলার পাত্রসায়রে দাম বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।
বুধবার পাত্রসায়ের ব্লকের কাঁকরডাঙা পেট্রল পাম্পের সামনে যুব তৃণমূল কর্মী-সমর্থকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন । পরে সেখান থেকে তাঁরা একটি মিছিল করে কাঁকরডাঙা মোড় পর্যন্ত যান ৷ এরপর মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তাঁরা ।
আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাত্রসায়ের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জিয়ারুল-সহ পাত্রসায়ের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বরা ।
আরও পড়ুন : বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের, মাথায় হাত শহরবাসীর
পাত্রসায়ের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জিয়ারুল জানান, কেন্দ্র সরকারের এই জনবিরোধী উদ্যোগে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ৷ ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে । কিন্তু তারপরেও মোদিবাবুর হুঁশ ফিরছে না ।