বাঁকুড়া, 30 এপ্রিল: বাঁকুড়ার সভা থেকে শনিবার সাংসদ মালা রায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন ৷ কারও ভাইকে বিধায়ক তো কারও ভাইকে চেয়ারম্যান-সহ একাধিক পদ পাইয়ে দিয়েছিলেন । সেই লোক এখন পিছন থেকে ছুরি মারছে ৷ দিল্লিতে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সঙ্গে বৈঠক করে বাংলার প্রাপ্য টাকাকে আটকে দিতে বলছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ।"
একশ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রের প্রকল্পগুলিতে রাজ্য তার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে ৷ এই অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গেল তাঁকে । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে নিজেদের অধিকার বুঝে নেওয়ার বার্তাও দেন তিনি। ওই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমীক্ষা তুলে ধরেন সাংসাদ মালা রায় । তিনি বলেন, "যদি কোনও বিরোধী শক্তি আপনাদেরকে ভয় দেখাতে আসে তাহলে শক্ত হাতে দাঁড়ান ৷ প্রয়োজন পড়লে লাঠি- বঁটি হাতে প্রতিহত করুন ৷"
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে শাসক বিরোধী সব শিবির প্রচারের ময়দানে নেমে পড়েছে । তৃণমূল বিরোধী সভা এবং পালটা সভা চলছে সারা জেলা জুড়ে । শনিবার বাঁকুড়ার কোতুলপুরে বিষ্ণুপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একটি মহিলা সমাবেশের আয়োজন করা হয় ।
এই সমাবেশে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় । এছাড়াও ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখোপাধ্যায়, তৃণমূল নেত্রী সঙ্গীতা মালিক, সুজাতা মণ্ডল-সহ একগুচ্ছ শাসকদলের নেতৃত্ব । প্রতিটি রাজনৈতিক দল আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে মরিয়া হয়ে মানুষের মন জয় করার চেষ্টা করে চলেছে ।
আরও পড়ুন: সেবি কেন নির্ধারিত সময়ে আদানি-তদন্ত শেষ করতে পারল না ? প্রধানমন্ত্রীকে প্রশ্ন মহুয়ার