ETV Bharat / state

ছাতনায় মহিলাকে খুনের অভিযোগে স্বামীসহ ধৃত তিন - ছাতনায় মহিলাকে খুনের অভিযোগ

ছাতনার এথ্যানি গ্রামে এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল মৃতার স্বামী ও শ্বশুর বাড়ির দুই সদস্যকে ৷

alleged murder of woman in chhatna
ছাতনায় মহিলাকে খুনের অভিযোগ
author img

By

Published : Jun 23, 2020, 2:07 AM IST

বাঁকুড়া, 23 জুন : স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। মহিলার শ্বশুরবাড়ির দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। ছাতনার এথ্যানি গ্রামের ঘটনা৷

পুরুলিয়ার রঘুনাথপুরের অপর্ণার সঙ্গে ছাতনার হারাধন লায়েকের বিয়ে হয়েছিল 2019 সালে। অপর্ণার 21 দিনের পুত্রসন্তান রয়েছে। স্বামী হারাধন কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন অপর্ণাদেবী। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ চালিয়েও কোনও হদিস পাওয়া যায়নি। এরপর গতকাল বাড়ির পাশের একটি কুয়োয় তল্লাশি চালানোর সময় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতার বাপেরবাড়ির তরফে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী, ভাশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ বাঁকুড়া আদালতে তোলা হবে। মহিলার বাবা গৌরাঙ্গ ঘরের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত। তারা অপর্ণাকে মেরে কুয়োয় ফেলে দিয়েছে।

বাঁকুড়া, 23 জুন : স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। মহিলার শ্বশুরবাড়ির দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। ছাতনার এথ্যানি গ্রামের ঘটনা৷

পুরুলিয়ার রঘুনাথপুরের অপর্ণার সঙ্গে ছাতনার হারাধন লায়েকের বিয়ে হয়েছিল 2019 সালে। অপর্ণার 21 দিনের পুত্রসন্তান রয়েছে। স্বামী হারাধন কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন অপর্ণাদেবী। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ চালিয়েও কোনও হদিস পাওয়া যায়নি। এরপর গতকাল বাড়ির পাশের একটি কুয়োয় তল্লাশি চালানোর সময় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতার বাপেরবাড়ির তরফে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী, ভাশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ বাঁকুড়া আদালতে তোলা হবে। মহিলার বাবা গৌরাঙ্গ ঘরের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত। তারা অপর্ণাকে মেরে কুয়োয় ফেলে দিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.