বাঁকুড়া, 6 এপ্রিল: পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পরিষেবা নেই বাঁকুড়া শহরে ৷ বর্তমানে বাঁকুড়া পৌর এলাকায় রয়েছে 24 টি ওয়ার্ড। পৌর শহরের নাগরিক প্রায় দেড় লাখ। অথচ শহরে রয়েছে কেবলমাত্র 5টি সরকারি অ্যাম্বুলেন্স। যদিও তার পাশাপাশি গোটা দশেক বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে।
কোরোনা সংক্রমণের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারানটাইন কেন্দ্র করা হয়েছে, তৈরি রাখা হয়েছে আইসোলেশন কেন্দ্রও ৷ অথচ কোনও আক্রান্তকে আইসোলেশন কেন্দ্র অথবা প্রায় 15 কিলোমিটার দূরে ওন্দায় কোরোনা হাসপাতাল কীভাবে নিয়ে যাওয়া হবে তার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান জানিয়েছেন, পৌরসভার 2টি অ্যাম্বুলেন্স রয়েছে। জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স রয়েছে যেটি জাতীয় সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাসপাতালে পৌঁছানোর কাজ করে। এছাড়া বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে 2টি অ্যাম্বুলেন্স ।
এই অবস্থায় গরিব মানুষের ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স। অথচ তার জন্য যে পরিমাণ অর্থ দাবি করা হয় তা গরিব মানুষগুলির পক্ষে দেওয়া সম্ভব হয় না। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবে। যাতে এই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলি কম খরচে সাধারণ মানুষকে প্রয়োজনে পরিষেবা দেয়।
অন্যদিকে, অ্যাম্বুলেন্স প্রতি একজন করে চালক রয়েছেন। প্রত্যেক চালককে 24 ঘণ্টা প্রস্তুত থাকতে হয়। এই অবস্থায় পরিপূরক চালক প্রস্তুত না রাখলে যে কোনও সময় সমস্যা বড় আকার নিতে পারে।