ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে মা'কেই গণপিটুনি বাঁকুড়ায় - বাঁকুড়ার খবর

গতকাল দুপুরে বাঁকুড়া শহরের অরবিন্দ নগরে একটি গাড়ির পিছনে ছুটতে ছুটতে এক মহিলা চিৎকার করতে থাকেন । বলেন , গাড়িটি তাঁদের শিশুকে নিয়ে পালিয়ে যাচ্ছে । মুহূর্তে লোকজন জড়ো হয় । স্থানীয়রা গাড়িটিকে আটকায় । শুরু করে ভাঙচুর । গাড়ির ভিতরে থাকা এক মহিলা ও দুই ব্যক্তিকে বের করে আনে স্থানীয়রা । কথা না শুনেই মারধর করতে থাকে । জখম হন সেই মহিলা ও দুই ব্যক্তি ।

bankura
বাঁকুড়া
author img

By

Published : Feb 21, 2020, 3:22 AM IST

বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে শিশুর মা ও মামাকেই মারধর করল জনতা । বাঁকুড়া শহরের ঘটনা । স্থানীয় সূত্রে খবর, শিশুটির মা এবং বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে ।

গতকাল দুপুরে বাঁকুড়া শহরের অরবিন্দ নগরে একটি গাড়ির পিছনে ছুটতে ছুটতে এক মহিলা চিৎকার করতে থাকেন । বলেন , গাড়িটি তাঁদের শিশুকে নিয়ে পালিয়ে যাচ্ছে । মুহূর্তে লোকজন জড়ো হয় । স্থানীয়রা গাড়িটিকে আটকায় । শুরু করে ভাঙচুর । গাড়ির ভিতরে থাকা এক মহিলা ও দুই ব্যক্তিকে বের করে আনে স্থানীয়রা । কথা না শুনেই মারধর করতে থাকে । জখম হন সেই মহিলা ও দুই ব্যক্তি ।

বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । আক্রান্তদের উদ্ধার করে । এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান আক্রান্ত ওই মহিলা । জানান, শিশুটি তাঁর সন্তান । তিনি বিষ্ণুপুরের বাসিন্দা শেখ আনারুল হকের বিবি । তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । এই অবস্থায় তিনি জয়পুরে নিজের পরিবারের সঙ্গে থাকেন । মামলা চলায় তাঁদের শিশুপুত্রকে নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে দু'জনের মধ্যে । প্রশাসনের তরফে মা এবং বাবা ছাড়া শিশুকে অন্যত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

শিশুটি বাঁকুড়া শহরের খ্রিস্টান ডাঙায় তার পিসির বাড়িতে রয়েছে । গতকাল শিশুর মা ও মামা গাড়ি করে শিশুটির সঙ্গে দেখা করতে ওই পিসির বাড়ি আসেন । এরপর সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে আনারুল হকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ ৷ এবং এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে শিশুর মা ও মামাকেই মারধর করল জনতা । বাঁকুড়া শহরের ঘটনা । স্থানীয় সূত্রে খবর, শিশুটির মা এবং বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে ।

গতকাল দুপুরে বাঁকুড়া শহরের অরবিন্দ নগরে একটি গাড়ির পিছনে ছুটতে ছুটতে এক মহিলা চিৎকার করতে থাকেন । বলেন , গাড়িটি তাঁদের শিশুকে নিয়ে পালিয়ে যাচ্ছে । মুহূর্তে লোকজন জড়ো হয় । স্থানীয়রা গাড়িটিকে আটকায় । শুরু করে ভাঙচুর । গাড়ির ভিতরে থাকা এক মহিলা ও দুই ব্যক্তিকে বের করে আনে স্থানীয়রা । কথা না শুনেই মারধর করতে থাকে । জখম হন সেই মহিলা ও দুই ব্যক্তি ।

বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । আক্রান্তদের উদ্ধার করে । এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান আক্রান্ত ওই মহিলা । জানান, শিশুটি তাঁর সন্তান । তিনি বিষ্ণুপুরের বাসিন্দা শেখ আনারুল হকের বিবি । তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । এই অবস্থায় তিনি জয়পুরে নিজের পরিবারের সঙ্গে থাকেন । মামলা চলায় তাঁদের শিশুপুত্রকে নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে দু'জনের মধ্যে । প্রশাসনের তরফে মা এবং বাবা ছাড়া শিশুকে অন্যত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

শিশুটি বাঁকুড়া শহরের খ্রিস্টান ডাঙায় তার পিসির বাড়িতে রয়েছে । গতকাল শিশুর মা ও মামা গাড়ি করে শিশুটির সঙ্গে দেখা করতে ওই পিসির বাড়ি আসেন । এরপর সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে আনারুল হকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ ৷ এবং এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.