ETV Bharat / state

রূপমের মৃত্যুতে অবশেষে সক্রিয় প্রশাসন, গঠিত তদন্ত কমিটি - Bankura Student death

ছেলের মৃত্যুর তদন্তের দাবিতে জেলাশাসকের দারস্থ বাঁকুড়ার চক্রধর পাল ৷ অবিলম্বে 1 অগাস্ট মৃত রূপম পালের মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস ৷

বাঁকুড়া
author img

By

Published : Aug 19, 2019, 5:59 PM IST

Updated : Aug 19, 2019, 9:44 PM IST

বাঁকুড়া, 19 অগাস্ট : নয় বছরের ছেলের মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছেন বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর গ্রামের চক্রধর পাল ও তাঁর স্ত্রী ৷ পুলিশের দরজায় ঘুরেছেন দিনের পর দিন৷ কিন্তু তারা শোনেনি অসহায় পিতা-মাতার আর্তি ৷ শুরু হয়নি রূপম পালের মৃত্যুর তদন্ত ৷ বাধ্য হয়েই জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন চক্রধর পাল ৷ বাঁকুড়ার জেলাশাসক উমা শংকর এস অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ বাঁকুড়া সদর মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি ৷

23 জুলাই বাঁকুড়ার পুয়াবাগানের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রূপম পাল স্কুলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে । তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে স্কুল কর্তৃপক্ষ ৷ 1 অগাস্ট মারা যায় রূপম । রূপমের দেহের ময়না তদন্তে তার মাথায় এবং শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় ।

ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পর রূপমের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তোলে তার পরিবার ৷ তাঁদের অভিযোগ, ঘটনার দিন টিফিনের সময় রূপমের এক সহপাঠী তাকে মারধর করে । এরপরই অসুস্থ হয়ে পড়ে রূপম ৷ অসুস্থ রূপম ক্লাসে মাথা নিচু করে বসেছিল ৷ সেই সময় তাকে ফের মারধর করেন এক শিক্ষিকা । এর পর সে সংজ্ঞা হারালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

রূপমের বাবা চক্রধর পাল ওন্দা থানায় রূপমের এক সহপাঠী, স্কুলের এক শিক্ষিকা এবং এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মাঝে সপ্তাহ দুই কেটে গেলেও পুলিশ এখনও তদন্ত শুরু করেনি ৷ কাউকে গ্রেপ্তার করা তো দূর-অস্ত, কাউকে জিজ্ঞাসাবাদও করা হয়নি ৷ আজ চক্রধরবাবু বাঁকুড়া জেলাশাসকের দ্বারস্থ হন ৷ সেখানে ছেলের ময়না তদন্তের রিপোর্ট তুলে ধরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন ৷

চক্রধরবাবুর অভিযোগ শুনে জেলাশাসক জানান বিষয়টি স্পর্শকাতর ৷ ঘটনার তদন্তের জন্য বাঁকুড়া সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি ৷ দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷

বাঁকুড়া, 19 অগাস্ট : নয় বছরের ছেলের মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছেন বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর গ্রামের চক্রধর পাল ও তাঁর স্ত্রী ৷ পুলিশের দরজায় ঘুরেছেন দিনের পর দিন৷ কিন্তু তারা শোনেনি অসহায় পিতা-মাতার আর্তি ৷ শুরু হয়নি রূপম পালের মৃত্যুর তদন্ত ৷ বাধ্য হয়েই জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন চক্রধর পাল ৷ বাঁকুড়ার জেলাশাসক উমা শংকর এস অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ বাঁকুড়া সদর মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি ৷

23 জুলাই বাঁকুড়ার পুয়াবাগানের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রূপম পাল স্কুলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে । তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে স্কুল কর্তৃপক্ষ ৷ 1 অগাস্ট মারা যায় রূপম । রূপমের দেহের ময়না তদন্তে তার মাথায় এবং শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় ।

ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পর রূপমের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তোলে তার পরিবার ৷ তাঁদের অভিযোগ, ঘটনার দিন টিফিনের সময় রূপমের এক সহপাঠী তাকে মারধর করে । এরপরই অসুস্থ হয়ে পড়ে রূপম ৷ অসুস্থ রূপম ক্লাসে মাথা নিচু করে বসেছিল ৷ সেই সময় তাকে ফের মারধর করেন এক শিক্ষিকা । এর পর সে সংজ্ঞা হারালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

রূপমের বাবা চক্রধর পাল ওন্দা থানায় রূপমের এক সহপাঠী, স্কুলের এক শিক্ষিকা এবং এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মাঝে সপ্তাহ দুই কেটে গেলেও পুলিশ এখনও তদন্ত শুরু করেনি ৷ কাউকে গ্রেপ্তার করা তো দূর-অস্ত, কাউকে জিজ্ঞাসাবাদও করা হয়নি ৷ আজ চক্রধরবাবু বাঁকুড়া জেলাশাসকের দ্বারস্থ হন ৷ সেখানে ছেলের ময়না তদন্তের রিপোর্ট তুলে ধরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন ৷

চক্রধরবাবুর অভিযোগ শুনে জেলাশাসক জানান বিষয়টি স্পর্শকাতর ৷ ঘটনার তদন্তের জন্য বাঁকুড়া সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি ৷ দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷

Intro:ছাত্র মৃত্যুর ঘটনার পর 19 দিন কেটে গেলেও এখনও কোন গ্রেফতারের ঘটনা না ঘটায় ক্ষুব্দ ছাত্রের বাবা মা অভিযোগ করলো জেলা শাসক কে।


Body:গত 23 শে জুলাই বাঁকুড়া পুয়াবাগান স্থিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রুপম পাল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে স্কুলের তরফে। পহেলা অগাস্ট মারা যায় ন বছরের এই শিশু রুপম পাল। রুপমের বাড়ির লোকেদের অভিযোগ, ঘটনার দিন স্কুল থেকে জানানো হয় রুপম ক্লাসে দুবার বমি করে এবং জ্ঞান হারিয়ে ফেলে যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রূপমের ময়না তদন্তের যে তথ্য হাতে এসেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তার মাথায় এবং শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনার পর থেকেই রূপমের বাড়ির লোকেরা একাধিকবার সরব হয়েছেন তদন্তের দাবিতে।তাদের অভিযোগ ঘটনার দিন টিফিনের সময় মাঠে খেলা করছিল রূপম। মাঠে তারই এক সহপাঠী তাকে মারধোর করে । এরপর রুপম খানিকটা অসুস্থ অনুভব করে এবং ক্লাসে গিয়ে মাথা ঝুকিয়ে বসে পড়ে। ক্লাসে আনমনা থাকার অভিযোগে এই অবস্থাতেই রূপমকে বেধড়ক মারধর করেন এক শিক্ষিকা । এমনকি রূপমের পরিবারের অভিযোগ রুপম অসুস্থ হয়ে পড়ার দীর্ঘক্ষন পর বিকেল নাগাদ তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বাড়ির লোকেদের খবর দেওয়া হয়। রুপম এর মৃত্যুর ঘটনায় জেলার বিভিন্ন স্তরে প্রতিবাদ করা হয় এবং তদন্তের দাবি জানানো হয়। ওন্দা থানার রতনপুর গ্রামের বাসিন্দা রুপমের বাবা চক্রধর পাল, রুপম এর মৃত্যুর পর থানায় তারই এক সহপাঠী এক শিক্ষিকা এবং এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আজ চক্রধর বাবু বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হন এবং তিনি অভিযোগ করেন ঘটনার পর এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশের তরফে কারোকে জিজ্ঞাসাবাদ বা আটক বা গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট অসম্পূর্ণ বলেও তারা অভিযোগ করেন জেলা শাসকের কাছে। যদিও এ বিষয়ে জেলাশাসক তাদের জানিয়ে দেন বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর তাই এই ঘটনা তদন্তের জন্য বাঁকুড়া সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছেন এবং তদন্তের পর যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


Conclusion:বাইট: চক্রধরপুর মৃত রূপমের বাবা
Last Updated : Aug 19, 2019, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.