ETV Bharat / state

Body Recovered: তিনদিন নিঁখোজ থাকার পর যুবকের দেহ উদ্ধার - তিনদিন নিঁখোজ যুবকের দেহ উদ্ধার

তিনদিন নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার ৷ মৃত যুবকের নাম সুমন দে (Body Recovered) ৷

Body Recovered News
তিনদিন নিঁখোজ যুবকের দেহ উদ্ধার
author img

By

Published : Nov 26, 2022, 9:07 PM IST

বাঁকুড়া, 26 নভেম্বর: তিনদিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার যুবকের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার মারখা গ্রামে ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় (Body Recovered)৷

বছর 22 এর সুমন দে গত 23 তারিখে এক আত্মীয়র বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকেই নিঁখোজ ছিলেন ৷ তিনি বাড়ি থেকে ফিরে নিঁখোজ হওয়ার পরে তার মোবাইল ফোন উদ্ধার হয় মারখা গ্রামের একটি পোলট্রি ফার্ম থেকে বলে জানা যায় । সুমনদের বাবা সঞ্জীব দে বেলিয়াতোড় থানায় মিসিং ডায়েরি করেন । পরিবারের লোকেরা ও সুমনের বন্ধু খোঁজ চালান বিভিন্ন জায়গায় । কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ।

আরও পড়ুন: অশোকনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মা ও ছেলের দেহ উদ্ধার

শনিবার সকালে মারখা গ্রামের একটি পুকুরের এক কোনায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ জানা যায় এটি সুমন দে-র দেহ ৷ পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । এরপরে মারখা ও আশপাশের গ্রামের মানুষ রাস্তা অবরোধ করেন । স্থানীয়দের ধারণা যে সুমনকে খুন করা হয়েছে ৷ তাদের দাবি, যারা এই নৃশংস কাজ করেছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।

বাঁকুড়া, 26 নভেম্বর: তিনদিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার যুবকের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার মারখা গ্রামে ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় (Body Recovered)৷

বছর 22 এর সুমন দে গত 23 তারিখে এক আত্মীয়র বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকেই নিঁখোজ ছিলেন ৷ তিনি বাড়ি থেকে ফিরে নিঁখোজ হওয়ার পরে তার মোবাইল ফোন উদ্ধার হয় মারখা গ্রামের একটি পোলট্রি ফার্ম থেকে বলে জানা যায় । সুমনদের বাবা সঞ্জীব দে বেলিয়াতোড় থানায় মিসিং ডায়েরি করেন । পরিবারের লোকেরা ও সুমনের বন্ধু খোঁজ চালান বিভিন্ন জায়গায় । কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ।

আরও পড়ুন: অশোকনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মা ও ছেলের দেহ উদ্ধার

শনিবার সকালে মারখা গ্রামের একটি পুকুরের এক কোনায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় ৷ জানা যায় এটি সুমন দে-র দেহ ৷ পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । এরপরে মারখা ও আশপাশের গ্রামের মানুষ রাস্তা অবরোধ করেন । স্থানীয়দের ধারণা যে সুমনকে খুন করা হয়েছে ৷ তাদের দাবি, যারা এই নৃশংস কাজ করেছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.