ETV Bharat / state

Panchayat Election 2023: তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র 'হোম ডেলিভারি' হচ্ছে ! টুইটারে দাবি শুভেন্দুর - Handbook of Returning Officer

পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসতেই চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ ৷ শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, তৃণমূল প্রার্থীদের বাড়িতে মনোনয়নপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 11, 2023, 12:06 PM IST

Updated : Jun 11, 2023, 12:36 PM IST

কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র 'হোম ডেলিভারি'র ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে টুইট করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার সকালে তিনি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রকাশিত একটি হ্যান্ডবুকও পোস্ট করেন ৷

পোস্ট করা ভিডিয়োতে শুভেন্দুর দাবি, বাঁকুড়ার সালতোরা ব্লকের তিলুরির তৃণমূল অঞ্চল সভাপতি তপন চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তা গুনে শেষ করা যাবে না ৷ তিনি সালতোরা বিডিও অফিস থেকে মনোনয়নপত্র এবং ডিসিআর সংগ্রহ করে তা তৃণমূল কর্মীদের বাড়িতে 'হোম ডেলিভারি' করছেন ৷ অর্থাৎ তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি তা পৌঁছে যাচ্ছে ৷

বিজেপি নেতার আরও অভিযোগ, 9-16 জুন সীমিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে বিরোধী শিবিরের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা ৷ তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ৷

  • Public Servants or TMC Servients?

    When opposition candidates, who are managing to reach the BDO Offices for collecting Nomination Papers, braving the obstacles & hurdles placed by the TMC goons in connivance with the Mamata Police; they are being made to wait for long hours in… pic.twitter.com/3wsUoiGekk

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দলদাসের মতো আচরণ! রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনের

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জোগাড় করতে গিয়ে বিরোধী শিবিরের প্রার্থীদের কী অবস্থা হচ্ছে ? এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ শুভেন্দু এ প্রসঙ্গে টুইটে লেখেন, "পাবলিক সারভেন্ট নাকি তৃণমূলের চাকর ?" তাঁর অভিযোগ বিরোধীদলের প্রার্থীরা মনোনয়নপত্র জোগাড় করতে বিডিও অফিসে যাচ্ছেন ৷ সেখানে তৃণমূল আশ্রিত গুন্ডা মমতার পুলিশের সহযোগিতায় তাদের মনোনয়নপত্র নিতে দিচ্ছে না ৷ সেই বাধা পেরিয়ে প্রার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকতে হচ্ছে ৷ যদি ভাগ্য ভালো হয়, তাহলে তারা কয়েক ঘণ্টা পর মনোনয়নপত্র এবং ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট পেতে পারে ৷ আর তা না হলে, সরকারি কর্মীরা তাঁদের জানিয়ে দেবেন, 3টে বেজে গিয়েছে ৷ আর কোনও সরকারি কাজ করা সম্ভব নয় ৷ আর যথেষ্ট মনোনয়নপত্র নেই ৷ তাই আর প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া যাবে না ৷ প্রার্থীরা যেন পরের দিন আসেন ৷

অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে ঠিক তার উলটোটা হচ্ছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু লেখেন, আঞ্চলিক তৃণমূলের জন্য নিয়মগুলো অন্যরকম ৷ এর প্রমাণস্বরূপ তিনি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক দাবি করেন, তৃণমূল প্রার্থীদের হয়ে অঞ্চল সভাপতি অগুন্তি মনোনয়নপত্র সংগ্রহ করছেন ৷ আর তা প্রার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ ঘটনাটি বাঁকুড়ার সালতোরা ব্লকের ৷

এর সঙ্গে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে 'হ্যান্ডবুক ফর রিটার্নিং অফিসার'-এর 13 নম্বর পৃষ্ঠার ছবিটিও পোস্ট করেন ৷ সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোনও ব্যক্তিকে 4 টির বেশি মনোনয়নপত্র দেওয়া যাবে না ৷ এরপর বিজেপি নেতার প্রশ্ন, যদি এই নিয়মগুলি না মেনে চলা হয়, তাহলে সেই নিয়মগুলি তৈরি করা হল কেন ?

আরও পড়ুন: 'বিজেপির কর্মীদের গ্যারাজ করছে পুলিশ', স্বপনের টুইট-তোপ

কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র 'হোম ডেলিভারি'র ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে টুইট করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার সকালে তিনি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রকাশিত একটি হ্যান্ডবুকও পোস্ট করেন ৷

পোস্ট করা ভিডিয়োতে শুভেন্দুর দাবি, বাঁকুড়ার সালতোরা ব্লকের তিলুরির তৃণমূল অঞ্চল সভাপতি তপন চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তা গুনে শেষ করা যাবে না ৷ তিনি সালতোরা বিডিও অফিস থেকে মনোনয়নপত্র এবং ডিসিআর সংগ্রহ করে তা তৃণমূল কর্মীদের বাড়িতে 'হোম ডেলিভারি' করছেন ৷ অর্থাৎ তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি তা পৌঁছে যাচ্ছে ৷

বিজেপি নেতার আরও অভিযোগ, 9-16 জুন সীমিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে বিরোধী শিবিরের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা ৷ তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ৷

  • Public Servants or TMC Servients?

    When opposition candidates, who are managing to reach the BDO Offices for collecting Nomination Papers, braving the obstacles & hurdles placed by the TMC goons in connivance with the Mamata Police; they are being made to wait for long hours in… pic.twitter.com/3wsUoiGekk

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দলদাসের মতো আচরণ! রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনের

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জোগাড় করতে গিয়ে বিরোধী শিবিরের প্রার্থীদের কী অবস্থা হচ্ছে ? এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ শুভেন্দু এ প্রসঙ্গে টুইটে লেখেন, "পাবলিক সারভেন্ট নাকি তৃণমূলের চাকর ?" তাঁর অভিযোগ বিরোধীদলের প্রার্থীরা মনোনয়নপত্র জোগাড় করতে বিডিও অফিসে যাচ্ছেন ৷ সেখানে তৃণমূল আশ্রিত গুন্ডা মমতার পুলিশের সহযোগিতায় তাদের মনোনয়নপত্র নিতে দিচ্ছে না ৷ সেই বাধা পেরিয়ে প্রার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকতে হচ্ছে ৷ যদি ভাগ্য ভালো হয়, তাহলে তারা কয়েক ঘণ্টা পর মনোনয়নপত্র এবং ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট পেতে পারে ৷ আর তা না হলে, সরকারি কর্মীরা তাঁদের জানিয়ে দেবেন, 3টে বেজে গিয়েছে ৷ আর কোনও সরকারি কাজ করা সম্ভব নয় ৷ আর যথেষ্ট মনোনয়নপত্র নেই ৷ তাই আর প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া যাবে না ৷ প্রার্থীরা যেন পরের দিন আসেন ৷

অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে ঠিক তার উলটোটা হচ্ছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু লেখেন, আঞ্চলিক তৃণমূলের জন্য নিয়মগুলো অন্যরকম ৷ এর প্রমাণস্বরূপ তিনি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক দাবি করেন, তৃণমূল প্রার্থীদের হয়ে অঞ্চল সভাপতি অগুন্তি মনোনয়নপত্র সংগ্রহ করছেন ৷ আর তা প্রার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ ঘটনাটি বাঁকুড়ার সালতোরা ব্লকের ৷

এর সঙ্গে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে 'হ্যান্ডবুক ফর রিটার্নিং অফিসার'-এর 13 নম্বর পৃষ্ঠার ছবিটিও পোস্ট করেন ৷ সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোনও ব্যক্তিকে 4 টির বেশি মনোনয়নপত্র দেওয়া যাবে না ৷ এরপর বিজেপি নেতার প্রশ্ন, যদি এই নিয়মগুলি না মেনে চলা হয়, তাহলে সেই নিয়মগুলি তৈরি করা হল কেন ?

আরও পড়ুন: 'বিজেপির কর্মীদের গ্যারাজ করছে পুলিশ', স্বপনের টুইট-তোপ

Last Updated : Jun 11, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.