ETV Bharat / state

বাঁকুড়ায় কোরোনায় কোনও মৃত্যু হয়নি, সংশোধনী স্বাস্থ্য দপ্তরের - আনলক ওয়ান

কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হয়নি বাঁকুড়া জেলায় । সংশোধনী তথ্য প্রকাশ পেল রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে । কিছুটা স্বস্তিতে বাঁকুড়াবাসী ।

corona infection in bankura
বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারীকের কার্যালয়
author img

By

Published : Jul 2, 2020, 10:13 AM IST

বাঁকুড়া, 2 জুলাই : বাঁকুড়াতে কোরোনায় কারও মৃত্যু হয়নি বলে জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর । সংশোধনী তথ্যটি গতকাল রাজ্যের হেল্থ বুলেটিনে প্রকাশ পায় । মঙ্গলবার রাজ্যের হেলথ বুলেটিনে প্রকাশিত হয় যে বাঁকুড়ায় কোরোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছে । এনিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন । বাঁকুড়াতে একমাত্র ওন্দাতে কোভিড হাসপাতাল রয়েছে । সেখানে কোনও রোগীর মৃত্যু হয়নি ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, কোরোনায় আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যুর খবর এখনও পাননি । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান । সব কিছুর পরে জানা যায় যে, বাঁকুড়াতে কোরোনা আক্রান্তের মৃত্যুর তথ্যটি ভুল । আসলে পূর্ব বর্ধমানের কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

হেলথ বুলেটিনে বলা হয়েছে, মৃতের স্থানীয় ঠিকানা পরীক্ষা করার পর জানা গেছে যে ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের বাসিন্দা । যাকে বাঁকুড়ার বাসিন্দা বলা হয়েছিল । কোরোনা আক্রান্তের মৃত্যুর খবর পেয়ে জেলাজুড়ে বিভিন্ন মহলে আতঙ্কের সৃষ্টি হয় । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশোধনী তথ্যটি প্রকাশ পাওয়ার পরেই কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে ।

জেলায় এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 248 । এদের মধ্যে সক্রিয় আক্রান্ত 43 । এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 205 জন । কোরোনা আক্রান্তরা বর্তমানে ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে ।

বাঁকুড়া, 2 জুলাই : বাঁকুড়াতে কোরোনায় কারও মৃত্যু হয়নি বলে জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর । সংশোধনী তথ্যটি গতকাল রাজ্যের হেল্থ বুলেটিনে প্রকাশ পায় । মঙ্গলবার রাজ্যের হেলথ বুলেটিনে প্রকাশিত হয় যে বাঁকুড়ায় কোরোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছে । এনিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন । বাঁকুড়াতে একমাত্র ওন্দাতে কোভিড হাসপাতাল রয়েছে । সেখানে কোনও রোগীর মৃত্যু হয়নি ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, কোরোনায় আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যুর খবর এখনও পাননি । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান । সব কিছুর পরে জানা যায় যে, বাঁকুড়াতে কোরোনা আক্রান্তের মৃত্যুর তথ্যটি ভুল । আসলে পূর্ব বর্ধমানের কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।

হেলথ বুলেটিনে বলা হয়েছে, মৃতের স্থানীয় ঠিকানা পরীক্ষা করার পর জানা গেছে যে ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের বাসিন্দা । যাকে বাঁকুড়ার বাসিন্দা বলা হয়েছিল । কোরোনা আক্রান্তের মৃত্যুর খবর পেয়ে জেলাজুড়ে বিভিন্ন মহলে আতঙ্কের সৃষ্টি হয় । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশোধনী তথ্যটি প্রকাশ পাওয়ার পরেই কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে ।

জেলায় এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 248 । এদের মধ্যে সক্রিয় আক্রান্ত 43 । এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 205 জন । কোরোনা আক্রান্তরা বর্তমানে ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.