বাঁকুড়া, 26 ডিসেম্বর : বিজেপি'র পাঁচ মতুয়া বিধায়কের দেখানো পথেই এবার পা বাড়ালেন বাঁকুড়া জেলার পদ্মশিবিরের চার বিধায়ক ৷ শনিবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন পাঁচ মতুয়া বিধায়ক ৷ আর রবিবার বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়ার 4 বিধায়ক ( Four bjp mla from bankura left party whatsapp group) ৷ ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বাঁকুড়া বিধাসভার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধাড়া এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন বলে খবর ৷ তবে চার বিধায়কই গ্রুপ ছাড়ার খবর অস্বীকার করেছেন ৷
ঠিক কী কারণে এই চার বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রস্থান করলেন তা জানা যায়নি ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ বিষয়টি অস্বীকার করলেও এনিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে মাননি ওই চার বিধায়ক ৷ বিষয়টিকে দলের অন্দরের ব্যাপার বলেই আপাতত লঘু করে দেখাতে চাইছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ তবে এই ঘটনা রাজ্য বিজেপির অন্দরে বিদ্রোহের আগুনকে আরও উসকে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ
শনিবার বিজেপি'র এই হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছেড়েছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ।