সোনামুখী, 19 মার্চ : দোলে উৎসবের মেজাজে (Holi Celebration Clash in Bankura) মেতে উঠেছিলেন দেশ তথা রাজ্যবাসী ৷ সেরকমই বাঁকুড়ার সোনামুখীতে গ্রামবাসীরা রং খেলে, মাইক বাজিয়ে করছিল দোল উদযাপন ৷ কিন্তু হঠাৎই ঘটল অঘটন ৷ উৎসব গেল মাটি হয়ে ৷ শুরু হল দু'পক্ষের গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ৷ মারামারি, লাঠালাঠির জেরে জখম হলেন 7 জন ৷
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট 5 জনকে আটক করেছে সোনামুখী থানার পুলিশ । সূত্র মারফৎ খবর যে দিন সাতেক আগে রামচন্দ্রপুর গ্রামে একটি সংঘর্ষ বাঁধে । সেই ঘটনা তখনকার মতো মিটে গেলেও দুই পক্ষের মধ্যে রাগারাগি লেগেই ছিল । শুক্রবার দোল উপলক্ষে গ্রামের দু'পক্ষই আলাদা-আলাদা মাইকে গান বাজিয়ে নিজেদের মতো নাচ করছিলেন ।
অভিযোগ ঠিক এই সময় দু'পক্ষ কাছাকাছি আসতেই আচমকা লাঠি, রড ইত্যাদি নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর আক্রমণ করে । দু'পক্ষের মারামারি থামাতে গিয়ে একাধিক মহিলাও আক্রান্ত হয় বলে উঠেছে অভিযোগ । ঘটনার খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ সমগ্র পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন : Dhaka ISKCON Temple Vandalised : দোল উৎসবে ঢাকার ইসকন মন্দিরে ভাঙচুর
দু'পক্ষের মোট 7 জন আহতকে উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ৷ এর পাশাপাশি ঘটনাস্থল থেকে আপাতত মোট 5 ব্যক্তিকে আটক করা হয় । এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা, তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে । গোটা ঘটনায় একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগে আনছে ।