বাঁকুড়া, 15 সেপ্টেম্বর: ভাদ্রমাসের অষ্টমী তিথিতে গভীর জঙ্গলে গেলে দেখা মেলে এক সুস্বাদু মাশরুমের ৷ যা বছরে এই একটা সময়ই পাওয়া যায় ৷ স্থানীয়রা এই মাশরুম বা ছাতুকে বলেন কাড়ান ছাতু বা অষ্টমী ছাতু(Seasonal Mushroom of Bankura Called as Ashtami Chatu)।
এমনিতেই বছরের একটা সময় এই ছাতু পাওয়া যায় বলে স্বাভাবিকভাবে এর দাম অনেকটাই বেশি থাকে ৷ অন্যান্য বছর 800 থেকে 1 হাজার টাকা কিলো পর্যন্ত বিক্রি হয় । তবে এবারের বাজারে ব্যাপক আকারে এই ছাতু আমদানি হওয়ায় দামটা অনেকটাই কম । 150 থেকে 200 টাকা কেজি দরে বাঁকুড়ার খাতড়ার বাজারে বিক্রি হচ্ছে এই ছাতু ৷
আরও পড়ুন : লকডাউনে বাড়িতে থেকেই ছাতু উৎসব পালন ঝাড়গ্রামে
জঙ্গলমহলের বাসিন্দারা ভোররাত থেকে উঠে গভীর জঙ্গলে পাড়ি দিয়ে সেখান থেকে এই ছাতু সংগ্রহ করে নিয়ে আসে । সারা বছরে ভাদ্রমাসের তিনদিন মাত্র এই ছাতু পাওয়া যায় বলেই স্বাভাবিকভাবে মানুষ অপেক্ষায় থাকে এই ছাতু ওঠার । বৃহস্পতিবার বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া বাজারে মোটের উপরে পাঁচ কুইন্টাল এই অষ্টমী ছাতুর আমদানি হয়েছে ।
আরও পড়ুন : মাশরুম দিয়ে আচার-পাঁপড় তৈরি করে স্বনির্ভর চোপড়ার মহিলারা