ETV Bharat / state

আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলছে সারেঙ্গা প্রশাসন - যশ

যশ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন ৷ সারেঙ্গা কৃষি দফতর, ব্লক প্রশাসনের তরফে চলছে মাইকিং ।

Sarenga administration says people to be careful not to panic
Sarenga administration says people to be careful not to panic
author img

By

Published : May 25, 2021, 1:14 PM IST

বাঁকুড়া, 25 মে : আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় যশ 26 মে দুপুরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে । ঘূর্ণিঝড়ের দাপটে যাতে ক্ষয়ক্ষতি কম হয় তার জন্য সরকরের তরফে একাধিক প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে ৷ আগাম সর্তক জেলার সারেঙ্গা ব্লক প্রশাসনও ।

সারেঙ্গা কৃষি দফতর, ব্লক প্রশাসনের তরফে ক্রমাগত চলছে মাইকে সচেতনতা প্রচার । ফসলের ক্ষতি কমাতে চাষিদের সচেতন করছে সারেঙ্গা ব্লক কৃষি আধিকারিকের দফতর ৷ ধান কাটার কাজ শুরু হয়েছে ৷ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগেও শুরু হয়েছে প্রচার । একইসঙ্গে পুলিশ প্রশাসনের তরফেও প্রচার চালানো হচ্ছে ৷ ৷ ব্লক এলাকায় বেশ কিছু স্কুলকে চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে দুর্গতদের থাকার ব্যবস্থা হবে ৷ মজুত করা হয়েছে শুকনো খাবার ৷ দুর্যোগ মোকাবেলায় একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷

সতর্ক থাকতে বলছে সারেঙ্গা প্রশাসন ৷

আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলছে প্রশাসন ৷ কোনওরকমে গুজবে কান না দিতেও আবেদন করা হয়েছে ।

বাঁকুড়া, 25 মে : আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় যশ 26 মে দুপুরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে । ঘূর্ণিঝড়ের দাপটে যাতে ক্ষয়ক্ষতি কম হয় তার জন্য সরকরের তরফে একাধিক প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে ৷ আগাম সর্তক জেলার সারেঙ্গা ব্লক প্রশাসনও ।

সারেঙ্গা কৃষি দফতর, ব্লক প্রশাসনের তরফে ক্রমাগত চলছে মাইকে সচেতনতা প্রচার । ফসলের ক্ষতি কমাতে চাষিদের সচেতন করছে সারেঙ্গা ব্লক কৃষি আধিকারিকের দফতর ৷ ধান কাটার কাজ শুরু হয়েছে ৷ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগেও শুরু হয়েছে প্রচার । একইসঙ্গে পুলিশ প্রশাসনের তরফেও প্রচার চালানো হচ্ছে ৷ ৷ ব্লক এলাকায় বেশ কিছু স্কুলকে চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে দুর্গতদের থাকার ব্যবস্থা হবে ৷ মজুত করা হয়েছে শুকনো খাবার ৷ দুর্যোগ মোকাবেলায় একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷

সতর্ক থাকতে বলছে সারেঙ্গা প্রশাসন ৷

আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলছে প্রশাসন ৷ কোনওরকমে গুজবে কান না দিতেও আবেদন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.