ETV Bharat / state

Sub Junior National Kabaddi Championship : অভাবকে জয় করে সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের সরস্বতী - Saraswati Mudi Girl from Bankura Get Chance for Sub Junior National Kabaddi Championship

উত্তরাখণ্ডে আয়োজিত 31তম সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে (Sub Junior National Kabaddi Championship) বাংলা দলের হয়ে সুযোগ পেয়েছে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের সরস্বতী মুদি (Saraswati Mudi Get Chance for Sub Junior National Kabaddi Championship) ৷ আজ বাংলা দলের সঙ্গে যোগ দিতে কলকাতা রওনা দিয়েছে সরস্বতী ৷

Sub Junior National Kabaddi Championship
Sub Junior National Kabaddi Championship
author img

By

Published : Dec 27, 2021, 6:23 PM IST

বাঁকুড়া, 27 ডিসেম্বর : উত্তরাখণ্ডে আয়োজিত 31তম সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে মাঠে নামবে জঙ্গল মহলের সরস্বতী ৷ বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাজাবাঁধ গ্রামের দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের মেয়ে সরস্বতী মুদির লক্ষ্য উত্তরাখণ্ডের নানকপুরে আয়োজিত সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপের খেতাব (Saraswati Mudi Get Chance for Sub Junior National Kabaddi Championship) ৷ সেই সঙ্গে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছেন তার বাবা ভগীরথ মুদি, মা কলাবতী মুদি এবং সরস্বতীর কোচ পেশায় সিভিক ভলান্টিয়ার গৌরাঙ্গ মাঝি ৷ বাংলা দলের হয়ে সুযোগ পাওয়ায় খুশি সরস্বতীর মাঠের সঙ্গীরাও ৷

সরস্বতী মুদি নবম শ্রেণীর ছাত্রী । আগামী 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা ৷ টুর্নামেন্টে যাওয়ার আগে রানিবাঁধের ধানাড়া ফুটবল মাঠে কবাডি খেলার শিক্ষাগুরু গৌরাঙ্গ মাঝির থেকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে দলের সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে সে ৷

বাংলার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সরস্বতী ইটিভি ভারতকে বলে, ‘‘আমি খুব গর্বিত এই সুযোগ পেয়ে ৷ আগামী দিনে রাজ্যের হয়ে শুধু নয়, দেশের হয়েও খেলতে চাই ৷’’ তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল সরস্বতীর সঙ্গে অনুশীলন করা কবাডি খেলোয়াড়রা ৷ তারাও আশাবাদী কঠোর পরিশ্রমী সরস্বতীকে নিয়ে ৷ ৷

আরও পড়ুন : Kanika Layak Suicide Case : বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ

এদিন মাঠ থেকে এসে কোনওরকমে দু’টো খেয়ে সকলকে বিদায় জানিয়ে কলকাতায় রাজ্য দলের সঙ্গে যোগ দিতে রওনা দেয় সরস্বতী ৷ সেখান থেকে দলের সঙ্গে উত্তরাখণ্ড রওনা দেবে সে ৷ এদিন সরস্বতীকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য অমর লোহার ৷ তিনি কেক আর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সরস্বতীকে ৷

সরস্বতী আগামী দিনে দেশের হয়ে মাঠে নামুক, স্বপ্ন দেখে তার বাবা-মা ৷ তবে, বাধা অর্থ ৷ মেয়ের কথা বলতে গিয়ে চোখে জল নেমে আসে বাবার চোখে ৷ দুই মেয়ে ও এক ছেলের পড়াশুনোর খরচ চালিয়ে কোনওরকমে চালিয়ে যাচ্ছেন মেয়ের খেলাধূলো ৷ আয় বলতে বিঘে কয়েক জমি আর লোকের বাড়িতে দিনমজুরি ৷ মাঝে মধ্যে সংসার চালাতে ধার দেনাও করতে হয় ৷ মেয়েকে নিয়ে আশাবাদী মা কলাবতী মুদিও ৷

আরও পড়ুন : Bhadreshwar Girl In International Circuit : জাতীয় স্তরে স্বর্ণপদক জিতে গন্তব্য রাশিয়া, পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা ভদ্রেশ্বরের জাহ্নবী

খড়ের চাল, ঝিটেবেড়া দেওয়া জরাজীর্ণ রান্না ঘরে বসেই তিনি বলেন, ‘‘সাফল্য পাক মেয়ে ৷ আগামী দিনে খেলুক দেশের হয়ে ৷’’ সরস্বতী এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পায়নি ৷ তবে, সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়ে যেন সব না পাওয়া পূরণ হয় সরস্বতীর ৷ ইটিভি ভারতের তরফে তার জন্য রইল শুভেচ্ছা ৷

বাঁকুড়া, 27 ডিসেম্বর : উত্তরাখণ্ডে আয়োজিত 31তম সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে মাঠে নামবে জঙ্গল মহলের সরস্বতী ৷ বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাজাবাঁধ গ্রামের দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের মেয়ে সরস্বতী মুদির লক্ষ্য উত্তরাখণ্ডের নানকপুরে আয়োজিত সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপের খেতাব (Saraswati Mudi Get Chance for Sub Junior National Kabaddi Championship) ৷ সেই সঙ্গে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছেন তার বাবা ভগীরথ মুদি, মা কলাবতী মুদি এবং সরস্বতীর কোচ পেশায় সিভিক ভলান্টিয়ার গৌরাঙ্গ মাঝি ৷ বাংলা দলের হয়ে সুযোগ পাওয়ায় খুশি সরস্বতীর মাঠের সঙ্গীরাও ৷

সরস্বতী মুদি নবম শ্রেণীর ছাত্রী । আগামী 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা ৷ টুর্নামেন্টে যাওয়ার আগে রানিবাঁধের ধানাড়া ফুটবল মাঠে কবাডি খেলার শিক্ষাগুরু গৌরাঙ্গ মাঝির থেকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে দলের সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে সে ৷

বাংলার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সরস্বতী ইটিভি ভারতকে বলে, ‘‘আমি খুব গর্বিত এই সুযোগ পেয়ে ৷ আগামী দিনে রাজ্যের হয়ে শুধু নয়, দেশের হয়েও খেলতে চাই ৷’’ তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল সরস্বতীর সঙ্গে অনুশীলন করা কবাডি খেলোয়াড়রা ৷ তারাও আশাবাদী কঠোর পরিশ্রমী সরস্বতীকে নিয়ে ৷ ৷

আরও পড়ুন : Kanika Layak Suicide Case : বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ

এদিন মাঠ থেকে এসে কোনওরকমে দু’টো খেয়ে সকলকে বিদায় জানিয়ে কলকাতায় রাজ্য দলের সঙ্গে যোগ দিতে রওনা দেয় সরস্বতী ৷ সেখান থেকে দলের সঙ্গে উত্তরাখণ্ড রওনা দেবে সে ৷ এদিন সরস্বতীকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য অমর লোহার ৷ তিনি কেক আর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সরস্বতীকে ৷

সরস্বতী আগামী দিনে দেশের হয়ে মাঠে নামুক, স্বপ্ন দেখে তার বাবা-মা ৷ তবে, বাধা অর্থ ৷ মেয়ের কথা বলতে গিয়ে চোখে জল নেমে আসে বাবার চোখে ৷ দুই মেয়ে ও এক ছেলের পড়াশুনোর খরচ চালিয়ে কোনওরকমে চালিয়ে যাচ্ছেন মেয়ের খেলাধূলো ৷ আয় বলতে বিঘে কয়েক জমি আর লোকের বাড়িতে দিনমজুরি ৷ মাঝে মধ্যে সংসার চালাতে ধার দেনাও করতে হয় ৷ মেয়েকে নিয়ে আশাবাদী মা কলাবতী মুদিও ৷

আরও পড়ুন : Bhadreshwar Girl In International Circuit : জাতীয় স্তরে স্বর্ণপদক জিতে গন্তব্য রাশিয়া, পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা ভদ্রেশ্বরের জাহ্নবী

খড়ের চাল, ঝিটেবেড়া দেওয়া জরাজীর্ণ রান্না ঘরে বসেই তিনি বলেন, ‘‘সাফল্য পাক মেয়ে ৷ আগামী দিনে খেলুক দেশের হয়ে ৷’’ সরস্বতী এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পায়নি ৷ তবে, সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়ে যেন সব না পাওয়া পূরণ হয় সরস্বতীর ৷ ইটিভি ভারতের তরফে তার জন্য রইল শুভেচ্ছা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.